বইমেলা আমাদের প্রানের মেলা হৃদয়ের মেলা
গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে যেমন গাছ-পালা শুকিয়ে যায়
ছাল-বাকড় ঝ'রে পড়ে
নারিকেলের ডাব ও হ'য়ে পড়ে পানিশূন্য প্রায়
আর ঠিক তখনই তারা চায় তুমুল বৃষ্টি-বরষার অবিরাম সঙ্গম
ফিরে পায় লাবণ্য পায় সতেজ-সজীবতা
হয়ে ওঠে পরিপূর্ণ ষোড়ষী-ত্বন্বী গেয়ে ওঠে আনন্দের গান


আমাদের বইমেলা ও একইভাবে কবি-সাহিত্যিক,লেখক-লেখিকা
পাঠক-পাঠিকা সহ সাহিত্যানুরাগী সকলকেই দান করে বৃষ্টি ও নদীর জল  
সারা বছর মুখিয়ে থাকে তারা এই বইমেলার জন্যে
ফিরে পায় প্রাণ, সজীব মন পায় আনন্দের কোলাহল
হেসে ওঠে প্রাণ খুলে বইমেলা প্রাঙ্গনে


খুঁজে নেয়, কিনে নেয় প্রিয় লেখকদের বই সারা বছর পড়ার জন্যে
বইমেলা হয়ে উঠুক আরো সজীব আরো প্রানবন্ত
বিস্তৃত হোক এর পরিসর অনেকদূর আরো অনেক দূর
যতোদূর চোখ যায়!
তবে তা যেনো বাংলা একাডেমির মূল প্রাঙ্গনকে ঘিরে বিস্তৃত হয়


বেলা ২.১৮
তারিখ-০৪-০৩-১৮
টাঙ্গাইল