হঠাৎ করে দেখবে যেদিন কন্ঠ আমার বন্ধ
ভাববে তুমি ব্যপারটা কি?হবে তোমার সন্দ।
হয়তো তখন অন্য কেহ ধরবে আমার ফোনটা
পড়বে তুমি গোলকধাঁধায় কাঁদবে তোমার মনটা।


দিধা দ্বন্দ্ব নিয়ে তুমি বলবে কথা তার সাথে
জানবে তুমি এই দুনিয়া ছেড়ে গেছি ভোর রাতে।
বলবে কেহ কষ্ট নিয়ে ফোনের মালিক নেইযে আর  
খেই হারাবে তখন তুমি বন্ধ হবে মুখ তোমার।


ছাড়ার পরে ফোনটা তুমি কাঁদবে তখন বারংবার
কাঁদবে তুমি চুপিচুপি ওয়াশরুমে হাজার বার।
পারবেনা যে বলতে কাউকে হারিয়ে গেছি সেই আমি
কাঁদবে ব্যথায় হু হু করে কাঁদবে তখন সুর তুলি।


হবে না যে বিশ্বাস তোমার হঠাৎ করে নেই আমি
ক'দিন আগে বললাম কথা আজকে শুনি নেই তুমি।
নির্বাক হয়ে থাকবে তুমি কষ্টে ভরা মন তোমার
কষ্ট তোমার করবে লাঘব পাশে কেহ নেইযে আর।


চাপাকান্নায় মরবে তুমি থাকবে না যে পাশে কেউ
সাবধানেতে চলবে তুমি পাছে তোমার আছে ফেউ।
কান্নাভরা চোখটা তোমার কেউ বা আবার না দেখে
চোখটা তখন ধোবে তুমি পানি দিয়ে ট্যাপ থেকে।


এমনি করে চলবে তোমার শোক পালনের পর্ব সব
পড়বে মনে হাজার কথা করবে তখন গর্বরব।
একদিন আমি মাটি হবো মাটির সাথেই মিশবো
মাটির সাথে মিশে তখন অন্য ভূবন রুখবো।


মানতে হবে বিধান তাহার মানা ছাড়া উপায় নাই  
মরতে হবে সব মানুষকে বলো আমরা কোথায় যাই।
ক্যান বা এলাম এ দুনিয়ায় ক্যান বা ফিরে যাবো?
মায়াময় এই পৃথিবী টা কেমনে ছেড়ে রবো?