চারদিকে অন্ধকার আর শুনশান নীরবতা
গভীর ঘুমে আচ্ছন্ন সবাই
পশুপাখি গাছপালা নীরব নিস্তব্ধ
চোখ বুঝে শুয়ে আছে তারা
গভীর রাতে হঠাৎ করে বুটের শব্দ
লেকের পাড়ে গাছের পাখিদের ঘুম ভেঙে গেলো আকস্মিক
উঁকিঝুঁকি মারতে লাগলো সবাই
ঘেউ ঘেউ করতে থাকলো মনিবভক্ত কুকুরটি ও
কবুতরগুলি ডাকতে থাকলো ঘাতকদের নিষ্ঠুরতার দিকে চেয়ে চেয়ে


ঘাতকের দল গুলি ছুড়ছে দেদারসে
প্রকম্পিত হচ্ছে চারপাশ জাপানের ভূমিকম্পের মতো
কেঁপে উঠলো ঘরবাড়ি বিল্ডিং
দুঃসহ অন্ধকারকে ঘিরে
কিছুই বুঝে উঠতে পারলাম না
শুধু এটুকুই বুঝলাম
বিশ্বাস ঘাতক মীরজাফর
একটু আগেই
আমার সাথে ডিনার শেষে বাসায় ফিরেছে মাত্র


কিছুক্ষণ পরই বুটের ঠকঠক আওয়াজ
সিড়ি ভাঙতে লাগলো
বিশ্বাস ঘাতক মীরজাফরের দল
এগিয়ে গেলাম সিড়িতে নিশঙ্ক চিত্তে
কি চাস তোরা বলতেই
ঝাঁঝরা করে দিলো আমার বুক
রক্ত গঙ্গা প্রবাহিত হলো বত্রিশ নম্বরে
বিদীর্ণ হলো বিশ্ব কবির স্বপ্নের কবিতার বুক


স্ত্রী ও তিনছেলে সহ সকলের
জীবন প্রদীপ নিভে গেছে ততক্ষণে
ঘাতকের দল কেড়ে নিলো
আমার রাসেলের প্রাণ


কর্ণেল জামিল দুঃসংবাদ পেয়ে জীবন বাজি রেখে
একাই ছুটে আসছিলো আমার দিকে
সোবহানবাগ মসজিদের গন্ডি পেরোতেই
বুলেটের আঘাতে শহীদ হয়ে গেলো
পড়ে থাকলো রাজপথে তার নিথর নিস্তব্ধ দেহ
তখনও দেখতে পাচ্ছি জামিল ছুটে আসছে আমার সাহায্যে


আমার বাবার কবরে নেমে গেলি তুই
ওরে মীরজাফর ওরে বাটপার বেইমান
অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বুক ভাসালি তুই
ক্রেন দিয়ে টেনে ও তোলা যাচ্ছিলো না তোকে


বিশ্বাস ও আস্থা অর্জনের অভিনয়ের কাছে
হেরে গেলাম আমি
বুঝতে পারিনি কিছুই সেদিন
বিষধর কেউটে সাপযে আমার বুকের মাঝেই লুকিয়ে ছিলো
টের পাইনি কোনো দিন তা আমি


পাকসেনারা ও আমার গায়ে টোকা দিতে সাহস করেনি
হত্যা করেনি আমাকে


অথচ আমার স্বাধীন দেশের রাজপথ রঞ্জিত হলো আজ
আমারই বুকের তাজা রক্তের দলায়
বিদীর্ণ হলো বুক আমার
রক্তের স্রোত বয়ে যেতে থাকলো লেকের দিকে
ঘাতক মীরজাফর ও বেইমান ঘাতকদের বুলেটের আঘাতে


এই দেশ মাতৃকা ও জনগণকে ভালোবেসে
একদিন বলেছিলাম
আমি প্রধানমন্ত্রীত্ব চাই না
আমি এ দেশের মানুষের অধিকার চাই
এই কি তার প্রতিদান!


ওরে নপুংসক ঘাতকের দল ওরে মীরজাফর
আমার প্রাণ কেড়ে নিয়েছিস তোরা
কিন্তু আমি বেঁচে থাকবো
কোটি কোটি বাঙ্গালীর হৃদয়ে হাজার হাজার বছর ধরে


পালিয়ে কি আর বাঁচা যায়?
প্রতি মুহূর্তে নিশ্বাস বন্ধ হয়ে যেতো তোদের
দেশ হতে দেশান্তরে পালিয়ে বেড়িয়েছিস তোরা
হতো দরিদ্র আর অসহায় ভিক্ষুকের মতো
অবশেষে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলো একেবারে
আইনের বেড়াজালে আটকে গেলি তোরা


তবে জেনে রাখিস বিশ্বাস ঘাতক মীরজাফরদের দল
কোটি কোটি বাঙালি রেখে গেলাম তোদের জন্য


প্রস্তুত থাকিস শয়তানের দল
লড়াই হবে তোদের সাথে আবার
পাকিস্তানের সাথে স্বাধীনতা যুদ্ধের মতো


প্রস্তুত থেকো প্রিয় দেশবাসী
প্রিয় জনগন
প্রিয় বাঙালী আমার
আবার দেখা হবে তোমাদের সাথে
রণক্ষেত্রে
মীরজাফর ও বিশ্বাস ঘাতকদের সাথে
সেদিন বুঝে নেবো সবকিছু
দেখবি সবই করুণ আঁখিপাতে


মুজিব কে হত্যা করা যায় না
মুজিব মরতে পারে না
মুজিব আছে বাংলার ঘরে ঘরে
মুজিব আছে পথে ঘাঠে মাঠে প্রান্তরে
মুজিব আছে বাংলার নদী জল সাগরে
মুজিব আছে বাংলার বিলের ডাহুক পাখির সুরে
মুজিব তো নয় দূরে
মুজিব আছে বাংলার মানুষের হৃদয় আর অন্তরে!