কেউ কেউ নিজেকে
ভাবে বড়ো কবি
তাকে ছাড়া আকাশে
ওঠে না যে রবি।


ওঠে না যে সূর্য
যায় না যে অস্ত
এরি মাঝে মহাকবি
থাকে খুব ব্যস্ত।


জ্বলে না যে তারারা
হাসে না যে চাঁদ
তাই নিয়ে মহাকবি
গোনে যে প্রমাদ।


দু'লাইন লেখার পরে
কবি দেয় ক্ষান্ত
লেখালেখি এতো বেশি
গুল মারে ক্লান্ত।


এতো বড়ো কবি তিনি
বোদ্ধাদের মাঝে
থাকতে হবে কবিকে
কবিদের সাজে।


আশেপাশে যতোসব
কবিগণ আছে
তারা সব আলু পোটল
বেঁচে তার কাছে।


তুমি কবি মহাকবি
সকলে তা জানি
সেটা নিয়ে কবি কেনো
এতো টানাটানি।


কবিদের মন থাকে
কবির চেয়ে বড়ো
কবিদের নিয়ে কেনো
ভয়ে জড়সড়?