নামটি আমার ফুল কলি
আর পথেই আমার বাস
পথেই আমার দিন কাটে
আর পথেই বারো মাস।


পথে পথে থাকি আমি
পথেই আমি চলি
সুখ দুঃখের কথা আমি
কার কাছে হায় বলি।


দিনে পুড়ি রোদে আমি
রাতে পুড়ি শেষে
ঘুমের মধ্যে জোর করে সে
আমায় ভালো বাসে।


প্রতিরাতে গাছতলে তার
নিত্য আসা যাওয়া
প্রতিবাদের দেয়াল সেথা
নিমেষে হয় হাওয়া।


ফুল কেনে না সবাই তবুও
ফুলকলি কয় মোরে
ক্ষুধার জ্বালা মরি তবুও
কেউ দেখে না মোরে।


এমনি করে দিন কেটে যায়
কাটে প্রতি দিন
ক্ষুধায় আমার পেট জলে হায়
কাঁদে হৃদয় বীণ।


কেউ কিনে নেয় ফুল
আাবার কেউ শুধু দেয় বকা
কেউ দিয়ে যায় হাসি আবার
কেউ দিয়ে যায় ধোকা।


কেউ বলে যায় পথ শিশু
কেউ বা পথের ফুল
কেউ বলে যায় কানের দুল
আর কেউ বা নাকের ফুল।


কেউ কেনেনা ফুল তবুও
মুখ ভরা তার হাসি
হাতে কিছু ধরিয়ে দিয়ে
কয় যে এবার আসি।


ফুল ন্যান আফা বলি যখন
অমনি মারে ঝাড়ি
কটমটিয়ে তাকায় শেষে
হাকায় তারই গাড়ী।


রাস্তা ঘাটে ফুল বেঁচে খাই
রাস্তায় আমার থাকা
আমার মতো ফুলকলি তো
স্কুলে যায় দেখা।


আমার মতো ফুল কলি ক্যান
পথে ফোটায় ফুল
ভাবে না তো কেউ কোনোদিন
কোথায় জাতির ভুল।


ইচ্ছে ছিলো শিখবো আমি
শিখবো লেখাপড়া
এদিকে যে পেটের জ্বালা
দিচ্ছে আমায় তাড়া।


করবো কি আজ পাইনা খুঁজে
পাই না কিছু আর
জীবন আমার যায় বেরিয়ে
চাই না কিছু তার।



বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


রচনাকালঃ
সময়ঃ ১১-৩৩ মিনিট
তারিখঃ ২৪-০৬-২০২০ ইং