কাব্যাসরে হলাম আমি
               নগন্য একজন
লিখি শুধু মনের কথা
              জানে মহাজন।


ইচ্ছে আমার কবি হবার
           ছিলো না কখনো
অকবি তাই রয়ে গেছি
          আমি ভাই এখনো।


হবোনা আর কবি আমি
       লিখবোনা আর কাব্য
কেনো আমার এমন হলো?
         বিষয়টা খুব ভাব্য।


মন আমার চায়না এখন
          লিখতে কিছু আর
আমি এখন গেছি চলে
         সাত সমুদ্দুর পার।


সাগর পারের থেকে বলো
        ফিরবো কেমন করে?
সাগরকন্যা ছাড়বে না যে
          রাখবে হৃদয় ভরে।


হাবিজাবি লিখছি অনেক
        তোমরা সবাই জেনো
হয়নি কিছু লেখা আমার
        তোমরা সবাই মেনো।


জীবনানন্দ গেছেন বলে
              সকলে নন কবি
লিখতে লিখতে আবার দেখি
          কেউ কেউ হন কবি।


সকল কবির সব কবিতা
           হয়কি সদা ভালো?
মহানন্দে যায় লিখে যায়
         জালে সুখের আলো।


সকল শিল্পীর সকল গান
             হয়কি সবি ভালো ?
  তবুও সে গান গেয়ে যায়
          গান যে বাসে ভালে।


ঘুঘুর গানের সাথে কাকের
          হয়কি গানের তুল্য?
ঝুমুর তালের ঘুঘুর গান যে
           হীরের মতো মূল্য।


কতো জনা লেখক হলো
             কতো জনা কবি
বইমেলা তে ঢুকলে পরে
        জানতে পারবে সবি।


সম্পাদনা কমিটি তাই
               গঠন করা চাই
নইলে বাংলায় লাখো কবির
            ঠাঁই হবে না ভাই।


তোমরা যারা বড়ো কবি
          আসর করছো মাত
তুলনা কি হয় কখনো?
            অকবিদের সাথ।


আমার মতো অকবি সব
         লেখে যারা ছাইপাঁশ
জগৎ খ্যাত কবিরা ভাই
     ঘেষোনা তার আশপাশ।


তোমরা যারা জগত খ্যাত
             আরো বড়ো হও
মানব সমাজ দেশ নিয়ে সব
            কাব্য করে যাও।


অকবিদের দূর করে দাও
          আরো অনেক দূরে
জগত খ্যাত কবিরা সব
         রাখো আসর ঘিরে।


ব্যক্তিগত ভাবে আমি
          লিখছি মনের কথা
চাইনি আমি কারোর মনে
          দেবো কোনো ব্যথা।


মনে যাহা আসলো আমার
           লিখলাম শুধু তাই
আমার লেখা শুধু ই আমার
            এটুক জানুন ভাই।