তোমার চোখে চোখ পড়লে আহা মরি আমি
নিষ্পলকে তাকিয়ে থাকো আমার দিকে তুমি।
যাই হারিয়ে যাই হারিয়ে তোমার আঁখির মাঝে
তোমার আঁখির মিষ্টি চাহনি সন্ধ্যা তারা সাজে।


তোমার চোখের চাহনি আবার মিষ্টি মধুর হাসি
দেখতে আমি চাই যে সদা নিত্য ভালোবাসি।
ইচ্ছে করে বারেবারে তোমায় শুধু দেখি
তোমার জন্য মোনালিসার একটা ছবি আঁকি।


উড়িয়ে আঁচল হঠাৎ করে কোত্থেকে যে এলে
কেড়ে নিলে হৃদয় খানি কিচ্ছু নাহি বলে।
মনের কথা কেমন করে বলবো তোমায় আমি
বলতে নাহি পেরে আহা লাজে মরি আমি।


যেমন তোমার মিষ্টি কথা তেমন তোমার হাসি
তোমার মুখের মিষ্টি হাসি অনেক ভালোবাসি।
ফুল বাগানের ফুলের সৌরভ ছড়িয়ে দিলে মোরে
সৌরভে মন ভরিয়ে আহা চিত্ত দিলে ভরে।


হরেক রকম শাড়ী তোমার না জানি ক'হাজার
কিনেছো কি তুমি আহা ঢাকার পুরো বাজার।
তুমি যখন শাড়ী পরো ফোটে গোলাপ ফুল
আমি তখন যাই হারিয়ে করি শতেক ভুল।


তুমি আমার জীবন মরন তুমিই ভালোবাসা
তোমায় নিয়ে কোটি বছর বাঁচবো মনের আশা।
মায়ার ডোরে বাঁধবো তোমায় রাখবো চিরদিন
নিঃস্বার্থ মোর ভালোবাসায় থাকবে না যে ঋণ।


আমার জীবন আজকে তোমায় দিলাম মনের থেকে
এ জীবনে আমরা কভু যাবো না এঁকেবেঁকে।
ছায়া হয়ে থাকবো আমি থাকবো তোমার পাশে
ভয় করিনা যে যা বলুক বলুক আশেপাশে।


পথপানে চেয়ে থাকি কখন তুমি আসবে
তোমার আমার সুখ শিহরণ সুখ সাগরে ভাসবে।
এমনি করে বাকী জীবন থাকবো আমরা সুখে
গাঁয়ের বধু করবে হিংসা সুখটা তোমার দেখে।