পদ্যকে গদ্যে আর গদ্যকে পদ্যে
কলমের আঁচড়ে বাণীবদ্ধকরণ কি
রূপান্তর করতে পারলেই কি কবি
হওয়া যায়? কবিতা হয়ে যায়?


দু' চার লাইনের শব্দ সমষ্টি সাজিয়ে
ছন্দাকারে অন্তমিল খুঁজে পাওয়া
যেতে পারে কিন্তু কাব্য কি কবিতা
তো অনেক দূরে রয়ে যায়!


হয়তো বা কবি হিসেবে সাময়িক
আনন্দ লাভ করা যায়,তৃপ্তির ঢেঁকুর
ও তোলা যায় কিন্তু সত্যিকার
কবিতা কি হয়ে ওঠে?


কাব্যতায় কি নাব্যতার আওয়াজ
পাওয়া যায়?


পুরানো কবিদের কথা না-ই
পাড়লাম! এ যুগে অন্তত কবি
শামসুর রাহমান,সুনীল,আল
মাহমুদ, ফররুখ আহমদ,রুদ্র,
শক্তি, জসীমউদ্দিন,জয় গোস্বামী,
জীবনানন্দ জাতীয় অনেক
কবিকে নাকি হজম করে
ফেলতে হয়!একেবারে ই নাকি
গিলে ফেলতে হয়!


কবি হতে গেলে মেধা,ধীশক্তি,
সাধনা, পড়াশুনা,লেগে থাকা
একাধারে,একেবারে চরম
অনিবার্য!এর বিকল্প নেই!
এসবের কিছু-ই আমার নেই।


এমনকি প্রকৃত কবি হতে জগৎ
সংসার সবই ভুলে যেতে
হয়! যেমন ভুলেছিলেন রূপসী
বাংলার কবি জীবনানন্দ দাশ।
কাব্যচর্চায় অতিশয় বুদ হয়ে
পড়ার জন্য তেজেছিলেন তার
ঘর সংসার সব,শেষ পর্যন্ত তার
সহধর্মিণী ও এই কবিতা লেখা
ও অনটনের জন্য তাকে ত্যাগ
করে চলে যান, তবুও তিনি
কাব্যচর্চা থেকে বিরত থাকেন নি।


সবাই কবিতা লেখে কিন্তু
জীবনানন্দ বলেছেন,
"সকলেই কবি নন,কেউ
কেউ কবি"


মনটা কেমন যেনো বিষাদে
ভরে ওঠে। আমার ও মনটা
উঁকিঝুঁকি মারে,আমিও একটু
লিখি না! যেমন লেখে কবি
মার্শাল ইফতেখার আহমেদ,
আমিরহোসেন,শ্রাবণীসিংহ,
ময়ুরী রয়,শ.ম.শহীদ,কবির
হুমায়ুন ও নাজমুল সহ
আসরের সব কবি।


কিন্তু একটা বিরাম চিহ্ন ও
বসাতে পারিনি আমি,একটা
কাব্যিক শব্দ ও বের হয়নি
অদ্যাবধি,আমার এ ভোঁতা
কলম থেকে, কবিতা তো
দূরের কথা! আমার মগজে
গোঁজা এলোমেলো শব্দগুলো
ডুকরে ডুকরে কেঁদে ওঠে।


বিগত প্রায় সাড়ে সাতশো বছর
কেটে গেলো,কবিতার পেছনে
অশ্ব গাতিতে ছুটলাম,এক লাইন
কবিতা লেখার জন্য,শুধু এক
লাইন কবিতা লিখবো বলে,
শুধু এক লাইনকবিতা,আর কিছু
নয়!
কবিদের দলে নাম লিখিয়ে কবি
বলে ধন্য হবো, সকলের মাঝে
এই বলে অভিহিত হবো যে আমি
ও কবি,৷ তোমাদের মতো কবি,
কিন্তু তুলির আঁচড়ে আঁকতে
পারিনি শিল্পীর মতো সে এক
লাইন কবিতা।


আমার ভোঁতা কলম আহত হয়ে
সমুদ্র তীরবর্তী ঢেউয়ের মতো
বারবার আছড়ে পড়ে,ব্যথাতুর
হৃদয় আমার পাড় ভাঙা নদীর
মতো হু হু করে কেঁদে ওঠে!
ডানাভাঙা আহত অসহায় পাখির
মতো পড়ে থাকে নির্বিকার!


বের হলো না এক লাইন কবিতা,
শব্দেরা ধাই ধাই করে খেলে যায়
মগজে আমার,কিন্তু অন্য কবিদের
মতো কবিতা বের হয় না আমার
কলম থেকে,মাত্র এক লাইন কবিতার
জন্য হাহাকার আর শূন্যতার অক্টোপাশে
আবদ্ধ আমি,অধরাই রয়ে গেলো সব!
আমার সকল স্বপ্ন আর সাধ। লেখা
হলো না সে এক লাইন কবিতা আমার।


বিঃদ্রঃ প্রিয় কবিগণ আমার
একান্তই মনের কথা লিখেছি।
কাউকে উদ্দেশ্য করে আমার
এ লেখা নয়।
তাই সবাই কে অনুরোধ করছি
কেউ কিছু মনে করবেন না।