বাবার তুল্য নাইরে কেহ বাবা বাড়ির ছাঁদ
ছেলেমেয়ে আগলে রাখে বাবাই বারোমাস।
মুরগী যেমন ডানার তলে ঢেকে রাখে বাচ্চা
বাবা তেমন ছাদের নীচে ঢেকে রাখে সাচ্চা।


আগুন জ্বলে হৃদে বাবার আগুন জ্বলে বাইরে
জ্বলে পুড়ে মরার পরও কথা বাবার নাইরে।
ছায়ার মতো কাজ করে সে রোদ বৃষ্টি ঝড়ে
ছেলেমেয়ের দুঃখ কষ্টে বাবা জ্বলে মরে।


বাজার থেকে এলে বাবা গলা ধ'রে কই
কি এনেছো বাবা আমার? মটকা কিবা দই।
বাবা আমার সাথে সাথে বিলিয়ে দেয় সব
করলে খাওয়া শুরু ওঠে আনন্দেরই রব।


ভাই বোনেরা মিলে যখন খাওয়া করি শুরু
বাবার চোখে ফোটে তখন আনন্দ অশ্রু।