হনুমান আর বাঘের লড়াই শক্তি কাহার বেশী
বাঘের শক্তি হনুমানের বুদ্ধি আবার বেশী।
হনুমান আর বাঘের লড়াই চলছে একে একে
ঘুরছে তারা ডালে ডালে চাদ্দিকে সব দেখে।


হনুমানকে খাবে ধরে করলো বাঘে প্লান
উঠলো গাছে বসলো ডালে সবি হলো ম্লান।
বুদ্ধির খেলা হলো শুরু মামা ভাগ্নের মাঝে
ভাগ্নের কাছে মার খেয়ে মামা পালায় লাজে।


বাঘ বেটার বপু বড়ো নড়তে বেরোয় দম
কেমন করে করবে শিকার বুদ্ধি যে তার কম।
বিশাল বড়ো বপু বাঘের ব্যালেন্স রাখা দায়
মগডালেতে বসে বাঘে দুঃখে মারা যায়।


চতুর বেটা হনুমান সরু সরু ডালে
ঝুলতে থাকে আয়েশ করে ঝোলে তালে তালে।
বাঘবেটা রাগের চোটে ফুঁসছিলো মগডালে
তাই না দেখে হনুমান হাসছিলো গাল ভরে।


হঠাৎ করে হনুমান লাফ দিলো এক বড়ো
পৌঁছে গেলো অন্য গাছে বাঘ যে জড়সড়।
দেখলো ভেবে কাম হবে না শিকার যে হাত ছাড়া
নামতে হবে মগডাল হতে করলো তাড়াহুড়া।


লাফ দিয়ে পড়লো শেষে গাছের থেকে নীচে
তাকিয়ে দেখে চাদ্দিকে কেউ দেখলো না তো পিছে।
লজ্জা পেয়ে বাঘ বেটা করলো হাঁটা শুরু
সাজলো বেটা হনুমান সাজলো বাঘের গুরু।


দেহ ভারী শক্তি বেশী কাম কি তাতে হবে?
বুদ্ধির কাছে হারলো বাঘ সর্বজনে কবে।
বাঘ বেটার মোটা বুদ্ধি লাগলো না যে কাজে
পালিয়ে গেলো অবশেষে শিকার ছেড়ে লাজে।