বাঘের মাসি বলে আমায় নামটি আমার বিড়াল
খাবার বেলা কেউ ডাকে না খাবার করে আড়াল।
নইতো আমি খুব ই খারাপ আমি কারোর জন্য
তবে ক্যানো সবাই দ্যাখে আমায় এতো ভিন্ন।


সংসারেতে থাকি আমি এমনি নাহি খাই
কাজ কাম করি আমি তোমার তরে তাই।
আরশোলা আর ইদুর মারি রক্ষা করি ধান
তবু ক্যানো দূর যা ব'লে কাঁদাও আমার প্রাণ।


তোমরা যখন খেতে বসো আমি থাকি দূরে
কাঁটার আশায় ডাকতে থাকি দাও যদি গো ছুড়ে।
একটু আধটু মাছের কাটা এই তো মারো ছুড়ে
এক সংসারে থেকেও ক্যানো এতো আমি দূরে?


ম্যাও ম্যাও ডাকাডাকি একটু যখন করি
লাঠিপেটা ঝাটা খেয়ে মরতে তখন পড়ি।
মাছ মাংস দুধ ডিম সবই তোমরা খাও
আমার দিকে একটু না হয় ছুড়ে কিছু দাও।


গরম কালে যেমন তেমন শীতে কষ্ট পাই
থথ্থর করে কাপি বলে লেপের তলে যাই।
পা দিয়ে লাথি মেরে তাড়িয়ে আমায় দাও
কনকনে শীত কোথায় যাবো একটু সহায় হও।


কখনো বা মাছের কাটা কখনো না খেয়ে
থাকি তোমার সংসারেতে থাকি তোমার হয়ে।
ওহে মালিক আমার জন্য একটু দয়া করো
আমার তরে কাটাকুটি একটু ছুড়ে মারো।


সংসারেতে থাকি তোমার করি উপকার
তবে ক্যানো ঝাটাপেটা ক্যানো তিরস্কার।
ইদুর যদি না মারি তো তোমার গোলার ধান
মজা করে খাবে ইদুর গাবে সুখের গান।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ কালঃ
সময়ঃ ১৪-১৫ মিনিট
তারিখঃ
বাংলা#২৬ পৌষ ১৪২৭
ইংরেজি #১০-০১-২০২১