কবি আল মাহমুদ তার এক কবিতায় তাজা গোলাপের
সুবাস মেখে কলমের সুনিপুন খোঁচার আপন শৈলীতে
গ্রাম্য বালিকার মুখাবয়বের সর্বাঙ্গের ঢেউ এর ছবি এঁকেছেন
এভাবে-'সারা অঙ্গে ঢেউ তবুও মেয়ে কবিতা বোঝে না'
কবির এ অসীম কাব্যিক ভাবধারার দৃষ্টিকোণের মাঝেই
লুকিয়ে আছে আঙুরের কাব্য মঞ্জুরী কবিতা আর সব কবিতা


কবিতার জন্য কবিদের কাব্য জগতে এ ধরনীতলে সৃজিত
বিধাতার অফুরন্ত রূপ-রস-যৌবন বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ
নদী-নালা খাল-বিল গাছ-পালা প্রকৃতি কতো কিইতো আছে
আর কবিদের মেধা মননের অনন্ত খেয়ালে সুচতুর দাবাড়ু আর
সতর্ক ডুবুরির মতো পদ্মের সরোবরে আর পুকুরের টলটলে
জলে সিক্ত হয়ে সাগরের দিশাহীন নাবিকের মতো জলজলে
কাব্য হয়ে ভেসে ওঠে মানব হৃদয়ে আর নীলার সুমিষ্ট লাল
ঠোঁটে শাহজাহানের সাজানো বাগানের এক টুকরো তাজমহল
হয়ে
কথা থেকে যায় কথা থেকে যায় তারপরেও বালিকার
সর্বাঙ্গই খেলা করে
আর্জেন্টিনা ব্রাজিলের তারকা ফুটবলার মেসি নেইমারের
পেনাল্টি শটের মতো তার নিটোল দেহ কেঁপে ওঠে প্রকৃতি
আর কবিতার পুষ্ট ছোঁয়ায় ফুলে ফেপে ওঠে বর্ষায় প্রকৃতির
জলে বৃষ্টির ছোঁয়ায় আর বৃক্ষের সজীবতায়


হাসির ঢেউ আর সাগরের ফোয়ারা হয়ে রাখালের পাতার
বাঁশীর
সুর তোলে তার কাচা মন হৃদয় আর তন্বী জীবন উচ্ছ্বাসে
ফেটে
পড়ে বর্ষার টইটম্বুর জলের ধারার মতো আর এক ঝাঁক বুনো
হাঁসের মতো    
জুই আর বেলী ফুলের আজন্ম দুঃখ আর যাতনা সে
মুছে দেয় ক্রিকেটীয় ঝলমলে ইনিংসের এক দানবীয়
সেঞ্চুরিতে কেঁপে ওঠে মাশরাফির বুক আর ব্যাট
'জীবনানন্দের চুল তার কবেকার বিদিশার নেশার' শব্দের
মতো তার কাজল কালো চুল কলার থোড় হয়ে ঝুলে থাকে
সতর্ক পাহারায় লিপ্ত মসৃণ ঘুঘু পাখির নীড়ের মতো


নিতম্ব দুলিয়ে তার নিবিড় মনে হেলেদুলে হেটে যাওয়া
কামনা সিক্ত অস্থির যুবক হৃদয়ে তোলপাড় সৃষ্টি করা
আম্ফানের মতো বঙ্গোপসাগর কোলকাতা কাপিয়ে তোলা
আর বিদ্যুৎ তরঙ্গ সৃজনই তো এক মহাকাব্য এ-সব ই তো
বালিকা মেয়ে যুবতী আর নারী আর এরাই তো সব কবিতা
বালিকার কাজল কালো ছলছলে আঁখি কাজলা দীঘির
কাজল জলের মতো কবিতা হয়ে কেড়ে নেয় যুবকের
ইতিহাসের হিমশীতল বরফের ঘুম করে তোলে নিদ্রাহীন
তন্দ্রাহীন মীর মোশাররফ হোসেনের নিষ্ঠুর সীমারের মতো


কচুর লতির মতো ডগা ডগা লম্বা আঙুল আর চোখের
কাজল মাখা পাপড়িগুলো তারা ফুলের মালা হয়ে পাহাড়ের
চূড়া হতে এক ঝাঁক বালিহাঁস আর বুনো কবুতরের মতো
নিটোল সরু কবিতা হয়ে নেমেআসে যুবতীর শিহরন
জাগানো সারা দেহে আর নিশিথ রাতে তার কচি হৃদয়ে
বেদনা হাহাকার আর শূন্যতার ঝড় তোলে ডানাভাঙা পাখির
আর্তনাদে


ফুলের সুবাস-সৌরভ আর শুভ্রতা তার কাঁচা মনে দোলা
দিয়ে যায় সাগরের নীল ঢেউ আর দিশেহারা বলাকার
মতো ছলছল চোখে নারীর নৃত্য দোদুল ছন্দের সর্বাঙ্গই
তো কবিতা এক শ্রেষ্ঠ কবিতা যারপর আর নেই
এরপর আর কিভাবে বলবো বালিকা কবিতা বোঝে না
মেয়ে কবিতা বোঝে না যুবতী কবিতা বোঝে না
নারী কবিতা বোঝে না প্রিয় কবি বন্ধুরা আপনারা
কি বলেন?