স্বাধীন বাংলার স্থপতির দেশে ফেরার দিনটি
প্রতি বছর স্মরণ করি ভালো বাসায় ক্ষণটি।
ঐতিহাসিক দিবস আজ মহানায়কের ফেরার দিন
প্রতি বছর করলে পালন হয়না যে শোধ জাতির ঋণ।


পাকিস্তানের কারাগার থেকে লন্ডনের পথে
পাড়ি দিলো নয়াদিল্লি দেশে ফেরার রথে।
বাহাত্তরের জানুয়ারীর দশ তারিখ দেশে
আসলেন ফিরে বঙ্গবন্ধু শেখ মুজিব শেষে।


তেজগাঁও এয়ারপোর্টে বঙ্গবন্ধুর বিমান
যেই না ছুলো রানওয়ে মুজিব দীপ্যমান।
অগণিত জনতার মুহুর্মুহু ধ্বনি
প্রকম্পিত করলো ঢাকা করলো রাজধানী।


তেজগাঁও থেকে রেসকোর্সে বঙ্গবন্ধুর গাড়ি
ছুটলো সরাসরি আর করলো না আর দেরি।
বীর জনতা মুক্তিযোদ্ধা ছিলো নেতার জন্য
ধন্যবাদ জানান তাদের বিজয় আনার জন্য।


বললেন শেষে বঙ্গবন্ধু আসুন সবাই এবার
আত্মনিয়োগ করতে হবে দেশ গড়ায় সবার।
পচিশে মার্চ কালো রাতে একাত্তরে সেদিন
গ্রেফতার হলেন বঙ্গবন্ধু নেমে এলো দূর্দিন।


পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর বিচার
ছিলো শুধু প্রহসন আর ফাঁসির দাবী তার।
বাঙালীদের মুক্তিযুদ্ধে বিজয় যখন এলো
বঙ্গবন্ধুর মুক্তি তখন সময়ের ব্যাপার হলো।


আন্তর্জাতিক চাপে পড়ে পাকিস্তানি শক্তি
ছাড়লো শেষে শেখ মুজিব কে দিলো শেষে মুক্তি।
আজকে মোরা স্বাধীন দেশে বাস করি যার জন্য
সে আমাদের জাতির জনক গর্বিত তার জন্য।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকালঃ
সময়ঃ
তারিখঃ ১২-২১ মিনিট
বাংলা# ২৭ পৌষ ১৪২৭
ইংরেজি# ১১-০১-২০২১