ভালোবাসা শব্দটি পৃথিবীর সব শব্দকে
ছাড়িয়ে গেছে
এক অনন্য জায়গা দখল করে নিয়েছে শব্দটি আজ সবার হৃদয়ে
এ জায়গাটি অন্য আর কোনো শব্দ কোনোদিন নিতে পারবেনা আপন ক'রে


এরচেয়ে মূল্যবান শব্দ পৃথিবীর কোনো অভিধানে আবিষ্কৃত হয়নি আজও
আর কোনোদিন হবেওনা হয়তো কোথাও
ফল্গুধারার মতো বয়ে চলেছে ভালোবাসা আজ মানব মনে


ভালোবাসা শব্দকে আবাদ করে যারা ঠিক মতো ফসল ফলাতে পারে
তারাইতো সুখ সাম্রাজ্য সম্প্রসারণ করে অবলীলায়
ভ'রে তোলে তাদের গোলাঘর সোনালী ফসলে
কঠোর অনুশীলন শ্রম আর সাধনার ধন এ ভালোবাসা
তৈরী ক'রে হাসি আনন্দ উৎফুল্ল চিত্ত আর সুখের ফোয়ারা


ভালোবাসা ছাড়া এ পৃথিবীর সব মানুষ বড়ো নিরুপায় বড়ো অসহায়
ভালোবাসা ছাড়া মানব জীবন অসম্পূর্ণ সেতো জীবন নয়
ভালোবাসার মৃত্যু নেই সে মরে না কখনো কোনোদিন
সে মানব মনে ও শিকড়ে বাঁধা বিদ্যুৎতরঙ্গ


ভালোবাসা শব্দটির গায়ে
হলুদ সরিষা লাল নীল ফুল লতাপাতা গাছগাছালি বাসা বাঁধে নির্দ্বিধায়
এসব আগাছা পরিস্কার করে
সার দিয়ে যত্ন আত্তি করে ভালোভাবে নিড়ানি দিয়েই
মাত করতে হয় ভালোবাসা শব্দটিকে
তবেই না মাধুরি ফিরে চায় তাকায় হাসিমুখে
কথা বলে মন খুলে
আকাশের ঐ মিটিমিটি জলা তারার সাথে
ভেসে যায় সাগর সৈকতের আনন্দাশ্রু হয়ে
ভালোবাসা শব্দটির মতো কোনো শব্দ আবিস্কৃত হবে না
আর কোনোদিন কোনো অভিধানে!
ভালোবাসা শব্দটির তুলনা শুধু তুমিই মাধুরী
আর কেহ নয় এ ধরণী তলে!