কিছু লোক অহেতুক লাগে কারও পিছু
কি কারণে লাগে সে জানে না তো কিছু
কাজ নাই কাম নাই অকারণে ঘোরে
মাথা কুটে সারাদিন গভীর রাতে ফেরে।


করবে কি বলবে কি ভেবে নাহি পায়
এভাবেই সারাদিন রাত কেটে যায়
চাল নেই চুলো নেই ঘরে নেই খাবার
এককালে জমিদারী ছিলো তার বাবার।


ধরে মারে কাটে আর বড়ো কথা বলে
ধার কর্জ করে তার কোনো রকম চলে
মানে না যে তাকে কেউ তবু দেখায় দাম
অপদার্থ বলে সবাই নাহি তার কাম।


ডাকার আগে সালিশে আগেই সে হাজির
ভাব দেখায় সাথে তার হাজারো নাজির
উল্টো পাল্টা কথা বলে যার তার সাথে
কিল ঘুষি চড় থাপ্পড় দিনরাত জোটে।


সমাজের এমন লোক হয়না তো ঠিক
যার তার কাছে তারা খায় শুধু কিক
তারপর ও নিজেকে দামী দামী ভাবে
বলো তার শুভবুদ্ধির উদয় হবে কবে?


প্রকাশ কাল-
সময়-১২-০২ মিনিট
বাংলা # ০৩ চৈত্র ১৪২৭
ইংরেজি # ১৮--০৩--২০২১


প্রকাশ স্থান -
বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ