বিপদে কেউ রয়না পাশে যতোই আপন হোক
দেখলে বিপদ যায় পালিয়ে দেখরে খুলে চোখ
ডানে বায়ে আশেপাশে তোমার চারিধার
ঘুরঘুর করে সুখপাখীরা একশো হাজার বার।


চক্ষু মেলে রাখলে কেবল দেখতে তুমি পাবে
কতো জনা বিপদ দেখে ফেলে তোমায় যাবে
সময়মতো আপনজন আর বন্ধু পাওয়া ভার
কাঁদবে তুমি তোমার দুখে থাকবে না কেউ আর।


তবুও তো চলতে হবে সবার সাথে তোমার
নাচল্লেও ও নাইরে উপায় যাবে কোথা আর
মানুষ চেনো দুনয়নে হৃদয় থেকে তোমার
ভুল করলে চিনতে মানুষ কাঁদবে জনমভর।


হাজার হাজার নেতাকর্মী তোমার চারিপাশে
সকাল সাজে হাজিরা দেয় মধু খাবার আশে
মধু খাওয়া শেষ যখনি আসবে না আর ফিরে
বিপদ হলে চিনবে না তার ব্যস্ততারই ভীড়ে।


বাংলা= ৩ বৈশাখ ১৪২৯
বার=শনিবার
ইংরেজী=১৬-০৪-২০২২
সময়ঃ=২২-২৮ মিঃ
স্থানঃ=
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ