বর্ষা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
বর্ষা সুন্দরী না এলে পুরো বছর টা কেমন
যেনো এলোমেলো হয়ে যায়
রুক্ষ মরুভূমি রসকষহীন কাঠখোট্টা প্রান্তের
বিরুদ্ধে মন বিরহী হয়ে ওঠে


মাঠঘাট বনজঙ্গল খালবিল দশ দিগন্ত জুড়ে
নেমে আসে বর্ষা ভরে যায় মানব হৃদয় ও 
কবি মন


প্রকৃতি সাজে নবরূপে
সজীব হয় সকল গাছপালা পত্র পল্লব
শ্রীবৃদ্ধি ঘটে প্রকৃতির এক অনিন্দধারায়


ব্যাঙের ঘ্যাঘু ঘ্যাঘু ডাক বর্ষার আহ্বান জানিয়ে
দেয় সবাই কে
আনন্দের সীমা ছাড়িয়ে বাজাতে থাকে তানপুরা
ঘ্যাঘু ঘ্যাঘু সুরে
দলবদ্ধ হয়ে স্বাগতম জানায় প্রিয় বর্ষা সুন্দরীকে
তারা


মাঠঘাট বনজঙ্গল খালবিল নদীনালা
সবি ভরে ওঠে বাঁধ ভাঙা বর্ষার জোয়ারে
টইটম্বুর হয়ে যায় আমাদের চারপাশ


দিগন্তের দশদিক জুড়ে বর্ষা নামে
তরুণী গুনতে থাকে উপন্যাসের পাতার পর
পাতা আর
বিরহী কবি মন খেলে যায় কলম নিয়ে
কাগজের পাতায় ইচ্ছে মতো
রচিত প্রিয় কাব্যে ভরে যায় তরুণীর মন
................................................চলবে