সমগ্র বছর বয়সী প্রেম লুকিয়ে থাকে
বিরহ-বেদনা নিয়ে
কখন আসবে তুমি অবিমিশ্র প্রেমের
অনুঘটক হয়ে
তুমি তো শুধু বর্ষা নও
কামনা-বাসনা ব্যাকুলতা-আকুলতার
সরব ভাষা হয়ে সটান দাঁড়িয়ে তুমি রও


বর্ষায় থেমে যায় ঘর গৃহস্থালি
থেমে যায় ব্যস্ততা সব মানুষের
শুধু কবি মন হয়ে ওঠে আবেগপ্রবণ
জীবনের সংসারের সব কিছু ই হয়ে
ওঠে গৌণ ও তুচ্ছ হয়ে তার কাছে
ঝুম ঝুম করে ঝরে পড়া বৃষ্টি হয়ে যায়
কান্না তার কাছে


শুধু প্রকৃতিতে নয়
ঝমঝমিয়ে বৃষ্টি নামে কবিমনে বাদ্য
যন্ত্রের তালে তালে
পুলকিত হয় কবি মন
বৃষ্টি যেনো বৃষ্টি ফুল হয়ে ঝরে পড়ে
আকাশের থেকে


ঘন-কালো মেঘ আচ্ছন্ন করে কবি
মনকে
শ্রাবণের মেঘ যখন দলবেঁধে আকাশে
ওড়ে
তখন তাদের সাথে কবি ও বালিকার মন

উড়ে বেড়ায় কল্পনার আকাশে


বৃষ্টি আর বর্ষা আসে শান্তির বারতা নিয়ে
মুছে দেয় কষ্ট ও মনস্তাপ কে
বিরহ কাতর মানুষ তখন বর্ষার কাছে
খুঁজে পায়
সহানুভূতি,সহমর্মিতা আর সমব্যথার
অমিয় বাণী
.....................................চলবে