বর্ষায় মানব মন হয়ে ওঠে উদাসীন
জাল দিয়ে জেলে যেমন খুঁজতে থাকে মাছ
ঠিক তেমনি করে
বিরহী মানব মন কাকে যেনো খুঁজে বেড়ায়
তুমুল বর্ষার ঢেউয়ে
হাতড়াতে থাকে গুহার গায়ে অন্ধকার রাতে
চঞ্চলা হরিণী যুবতী বর্ষা


বর্ষায় নবরূপে সজ্জিত হয় কদম গাছ
চারপাশে মিষ্টি গন্ধ
ভরে যায় তরুণীর মন
স্বপ্নে ভেঙে যায় তরুণীর ঘুম কদমের সুবাসে


ফুটন্ত কদমের ঘ্রাণে সৌরভে দোলা দিয়ে যায়
কাননে
সচকিত হয় কবি
আনন্দে নেচে ওঠে কবি মন
ছুটে চলে কবির কলম দূর্বার গতিতে
রচিত হয় কতো শতো বর্ষার কবিতা
ভরে দেয় পাঠকের মন


গ্রীষ্মের ভরদুপুরে প্রচন্ড দাবদাহে
বর্ষা
আমাদের মনে জাগায় পুলক ও শিহরণ
হারিয়ে যাই আমরা আনন্দের মহাসাগরে
বর্ষা সুন্দরী আমাদের শরীর ও মন কে সজীব
শীতল ও ঠান্ডা করে
নেমে আসে হৃদয়ে জলের ধারা
...…......................................।।.চলবে