শুনছো নাকি তোমরা কেহ বুড়োর নাকি বিয়ে
ছিঃ ছিঃ ছিঃ কে বলেছে বুড়োর বিশটি মেয়ে।
একটা ও নয় দুটি ও নয় আটত্রিশটি বিয়ে
করছে বুড়ো ইচ্ছেমতো সামর্থ্য তার নিয়ে।


কে বলেছে এমন কথা এক বৌকে নিয়ে
থাকতে হবে সারাজীবন করবো না আর বিয়ে।
এসব কিছু মানে না বুড়ো বিয়ে করতে চায়
যা হবে তা দেখবে আল্লাহ তাহার কিসের দায়।


চাট্টি বিয়ে করার পরে থামে নাই বুড়ো আর
আটত্রিশ টি বিয়ে বুড়োর শতেক বাচ্চা তার।
বাচ্চারা সব আছে মিলে বুড়ো বাবা ঘিরে
সুখের সীমা নাই যে তাদের শান্তি সুখের নীড়ে।


ক্রিকেট আর ফুটবল খেলার সব প্লেয়ার তার
লাগে না তার অন্য কাউকে খেলার জন্য আর।
এতো বাচ্চা হয় কেমনে কে দেবে তার খাবার
রুটি রুজি আল্লাহর হাতে ভাবনা কিসের আবার।


বাচ্চা দেয় আল্লাহ তাআলা নেবো না ক্যান আমি
একশো বাচ্চার বাবা আমি জানে অন্তর্যামী।
দিচ্ছে আল্লাহ নিচ্ছি আমি আমার কিসের দোষ
কুদরতে তার হয়যে বাচ্চা করিনা আফসোস।


ছেলেমেয়ে নাতি পুতনির নাম জানে না কোনো
চেনে তাদের চোখে মুখে চেনে তাদের জেনো।
বিয়ে করার খায়েস বুড়োর কমেনি এক রত্তি
করবে আরো কয়টা বিয়ে এ কথা ঠিক সত্যি।


মেশিন বুড়োর বাচ্চা গড়ার থামবেনা সে ভাই
এমন মেশিন ত্রিভূবনে পাবেনা খুঁজে তাই
বিশ্বের যতো মেশিন আছে সব মেরেছে ফেল
মেশিন থেকে দেখায় বুড়ো নিত্য নতুন খেল।


কি খাওয়াবে কি পরাবে ভাবনা নাহি তার
যিনি দেছেন তিনি দেখবেন ভাবনা কিসের আর।
এমনি যদি চলতে থাকে বৃদ্ধ বুড়োর কল
ভেসে যাবে বানের জলে দেশ যে অবিকল।