আমার দেশের সোনার ছেলে চাষী ছাড়া কে আছে ?
তাদের হাতে সোনা ফলে যায় চ'লে তা কার কাছে?
লাঙ্গল জোয়াল কাঁধে ক'রে সকাল বেলা যায় মাঠে
সারাদিন রয় কাজের মাঝে সন্ধ্যা হলে যায় বাটে।


হাড় বেরুনো চাষী ভাইরা পায়না খেতে পেট ভ'রে
পাকবা নাপাক খাবার তারা কাজ ক'রে যায় মন ভ'রে।
সোনা ফলায় চাষী ভাইরা গোলা ভ'রে মনিবের
তিনবেলা ভাত পায়না চাষী দিন কেটে যায় গরীবের।


সোনা ফলায় সোনার চাষী বোঝেনা সে সোনা কি?
বুঝতে গেলে পেটের জ্বালা আসলে তার মিটবে কি?
সারাদিন সে যায়রে খেটে প্রশ্ন তাহার নাই কোনো  
মাথার ঘাম পায়ে ফেলে কাজ ক'রে যায় তাই শোনো।


কৃষক যদি না ফলায় ধান মানুষগুলোর কি হবে?
শহরবাসী সাহেব গুলো শহরে বসে কি খাবে?
এমন কেহ নাইরে দেশে কৃষকসম হৃদ পোষে
আবার তাদের কামাই খেয়ে তাদের গালে চড় কষে।