ইংরেজি তো পারি ই না
অঙ্কে ভারী কাঁচা
বেতের বাড়ি সয়না আমার
জানটা আমার বাঁচা।


শূন্য পেলাম ইংরেজিতে
অঙ্কে পেলাম জিরো
সেদিন থেকে বললো সবাই
বললো আমায় হিরো।


ফিজিক্সে পাই গোল্লা আর
রসায়নে গোল
এ নিয়ে টিচাররা সব
বাধায় হট্টগোল।


বায়োলজির কথা আমি
কেমন করে কই
ডাবল গোল্লা পেয়ে শুধু
মারির পরে রই।


ধর্মে আমি পচিশ পেয়ে
উল্লসিত হই
হুজুরে কয় পাশ করে
যাবে নিশ্চয়ই।


এমনি করে সব বিষয়ে
ছাত্র আমি পাকা
মা বাবার গর্ব আমি
অহংকারে ঢাকা।


বেতের বাড়ি পিঠে আমার
সাপুত সুপুত পড়ে
হেসে সবাই কুটি কুটি
চোখ্খেতে জল ঝরে।


বাবা কয় ডাক্তার হতে
মায়ে ইঞ্জিনিয়ার
এদিকে যায় জানটা আমার
মারি ব্রেক গিয়ার।


দশ বিষয়ে টিচার আমার
সারা বছর থাকে
মা বাবার গর্ব আমি
বুকে ধরে রাখে।


টিউটর আমার বুক ফুলিয়ে
বাবার কাছে কয়
ছেলে আপনার ছাত্র ভালো
অতো খারাপ নয়।


একটু আধটু কম পেলে ও
নম্বর ভালো পায়
ছেলে আপনার ডাক্তার হবে
হবে নিশ্চয়।


ডাক্তার হয়ে ছেলে আপনার
করবে দেশের সেবা
নাম কামে সেরা হবে
দেখতে একদিন পাবা।


গর্বে বাবা ফুলতে থাকে
মায়ে চিবোয় পান
এদিকে যে মারের চোটে
কালশিটে হয় প্রাণ।


ছাত্র আমার ডাক্তার হবে
স্কুল টিচার কয়
মারতে থাকে বেত দিয়ে আর
চামড়া তুলে নেয়।


বুঝতে চায় না বাবা মায়ে
কি যে আমি করি
জীবন আমার ঝালাপালা
দুঃখে আমি মরি।


সব বিষয়ে শূন্য পেয়ে
কেমনে ডাক্তার হই
বাবা মায়ের জ্বালায় আমি
কেমনে ঘরে রই।


শুধু তো নয় বাবা মায়ে
টিচাররা ও মারে
মারের চোটে বিশ্ব আমার
মাথার মধ্যে ঘোরে।


মারের চোটে দিলাম একবার
কাপড় নষ্ট করি
টিকতে নারে বন্ধুরা সব
গেলো আমায় ছাড়ি।


কি করবো কোথা যাবো
ভেবে না পাই কুল
ডাক্তার হবা মা বাবার
ছিলো সবই ভুল।


আমার মতো ছাত্র যারা
ডাক্তার হতে চাবে
কাপড় নষ্ট করবে তারা
বেতের ওপর রবে।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ কাল
সময়ঃ১১-৪৮মিঃ
তারিখঃ০৬-০৭-২০২০ইং