বাংলাদেশের চাঁদপুরে জন্মেছিলে তুমি
কি কারণে হঠাৎ করে ছাড়লে জন্মভূমি?
পৈতৃক বাড়ি বানারীপাড়া জেলা বরিশাল
বাবার সাথে পাবনায় তার কাটলো কিছু কাল।


কোলকাতাতে করলে বাড়ি করলে বসতঘর
জন্মভূমি তাই তো তোমার হলোই এ-তো পর।
পাবনা থেকে ম্যাট্রিকুলেট বাংলাতে অনার্স
প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় এমএ পাস।


অধ্যাপনায় ছিলো কবি একাধারে নিষ্ঠ
ভাব সাগরে ডুবে কবি কলম সদাই পিষ্ট।
কাব্য খেলায় খেলতে থাকা মগ্ন এতো কবি
পেয়েছিলো সব পুরস্কার কর্ম খ্যাতির সবি।


করোনাতে কেড়ে নিলো আজকে তোমার প্রাণ
সাহিত্যের এক অধ্যায়ের আজ হলো অবসান।
ছিলো কবি বটবৃক্ষ দুই বাংলারই বুকে
কাব্যপ্রেমী সব মানুষই কাঁদছে সবাই দুখে।


ঘটলো আজি ইন্দ্রপতন ছন্দপতন সাথে
থেমে গেলো কলম তারি কাব্যধারার রথে।
গদ্যে পদ্যে দুই ভাগেই শঙ্খ ঘোষের কলম
চলছিলো ঠিক সমান তালেই কাটছিলো তার জনম।


পঞ্চপান্ডব কবির মধ্যে ছিলে অন্যতম
কাঁদছে তোমার ছেলেমেয়ে কাঁদছে প্রিয়তম।
আজকে কবি চলে গেলে না ফেরার ঐ দেশে
কাব্যপ্রেমী বাঙালী সব কাঁদবে অবশেষে।


লিখো তুমি পরপারে না লেখা সব কাব্য
তোমার লেখাই নতুন করে হবে তাদের ভাব্য।