ইচ্ছে ছিলো লিখবো আজি ঈদুল আজহার কথা
দেখলাম লেখা ঢের হয়েছে কোরবানির সব তথা
প্রিয় সকল কবিরা আজ হৃদয় দুয়ার খুলে
ধরছে কলম নিপুণভাবে সত্য ধরছে তুলে।


ভাবলাম শেষে লিখবো না আর ঈদুল আজহার কথা
থাক যতো সব কথার মালা হৃদয়ে ই থাক গাথা
ভাবলাম তখন মামাবাড়ি যাবো আবার ফিরে
গোরুর গাড়ী করে এবার যাবো আস্তে ধীরে ।


হুররে বলে গাড়োয়ান ভাই গোরুর লেজে হাত
দিলো পিঠে সুড়সুড়ি আর তাতেই বাজিমাত
গাড়িয়াল ভাই মধুর সুরে যেই না দিলো টান
গ্রাম বালিকার প্রাণটা তখন করলো যে আনছান ।


যাবার পথে গৃহবধূ রাস্তার পাশে এসে
গাড়িয়ালের মুখপানে চায় মুচকি হেসে হেসে
আস্তে আস্তে চলছে গাড়ি সাথে মিষ্টি গান
মনের সুখে হাকায় গাড়ী যাচ্ছে গাড়োয়ান।


এদিক সেদিক হলে পরে সপাৎ সপাৎ বাড়ি
পড়তো গোরুর পিঠে তাহার রাখতে সোজা গাড়ি
সরল সোজা বক্রপথে গাঁয়ের ও পথ ধরি
চলতো ছুটে গোরুর গাড়ী চলতো মামাবাড়ি।


চলছে গোরু চলছে গাড়ি চলছে চাকার সুরে
কওনা আমায় গাড়িয়াল ভাই কতোটা পথ দূরে
শীতকালে এমনি করে চো'ড়ে গোরুর গাড়ী
যেতাম প্রায় প্রতি বছর যেতাম মামার বাড়ি ।


ভাই বোনের জন্য নিতাম বাতাসা মিষ্টি গজা
সঙ্গে নিতাম হাস একটা মামীর জন্য সোজা
পড়েছে যারা ছুটি গল্প রবীন্দ্রনাথের ভাই
বলবে তারা এমন মামী এ জগতে নাই ।


বলবে তারা গল্প থামাও করছো অনেক ভাই
আর কোরোনা গল্প তোমার শোনার ইচ্ছে নাই
সত্যি সত্যি আমি ও ঠিক বলতে সেটা চাই
আমার মামী জগতে ঠিক বিরল কিন্তু ভাই।
............. চলবে


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকাল
সময়ঃ
তারিখঃ০১-০৮-২০২০ ইংরেজি