খেজুর গুড়ের পাটালী আর মন্ডা মিঠাই যতো
রসগোল্লা জিলাপী তার সঙ্গে এনো শতো
এসব কথা বাপরে তোমার কইও না খবরদার
পারলে কইও মা-রে তোমার কইও বারংবার


নৌকায় বসে যাত্রা পথে বলতাম মামার কাছে
চাঁদটা ক্যানো আমার সাথে যাচ্ছে পাছে পাছে
বলতো মামা চাঁদও যাবে যাবে মামার বাড়ি
সে কারণে তোমার সাথে দিচ্ছে ব্যাটা আড়ি।


এমনি করে চলতো নৌকা চলতো দুলে দুলে
বিলের বুকে টলমলে জল উঠতো ফুলে ফুলে
বিলের বুকে নৌকা করে কৃষক চাষির তান
মনের সুখে গাইতো সুরে বাংলা মায়ের গান।


তুলতো বিলের শাপলা শালুক বরশী ধরা মাছ
নৌকা ভরে গোরুর জন্য নিতো অনেক ঘাস
ধানের গায়ে লেগে থাকা আনন্দে সব ফড়িং
নৌকা চলার শব্দে তারা করতো তিড়িং বিড়িং।


..............................................চলবে


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকাল
সময়ঃ০৬-২৯ মিঃ
তারিখঃ ২৪-০৭-২০২০ ইংরেজি