টলমলে জল শাপলা শালুক পানকৌড়ি আর বকে
থাকতো তারা চোখ উঁচিয়ে দেখতো মোদের ঝুঁকে    
ধান আর জলের খেলার মাঝে নৌকা ছুটে চলতো
নৌকা দুলে ঢেউয়ের সাথে আনন্দে সে নাচতো।


কিচির মিচির ডাকতো শালিক কা কা করে কাক
আকাশেতে দু'চাট্টে চিল মারতো শুধু হাঁক
যাবার পথে বিলের থেকে শাপলা তুলে নিতাম
শালুক তুলে শাপলা সহ মামীর কাছে দিতাম।


শাপলা শালুক পেয়ে মামী কতো যে খুশী হতো
খুশীর ছলে অনেক আদর আমার বেড়ে যেতো
কি খেয়েছো কেমন আছো আসো না ক্যান্ তুমি
এসব শুনে নতুন করে মামীকে চিনতাম আমি।


বলতো মামী আবার এসো সময় তোমার হলে
আসার সময় শাপলা শালুক না হয় কিছু নিলে
শুনছি নাকি তোমাদের বাড়ি হাঁস ও অনেক আছে
আসার সময় এনো একটা আমার বাড়ির পাছে।


...……............................................. চলবে


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকাল
সময়ঃ০৬-২২মিঃ
তারিখঃ ২৩-০৭-২০২০ ইংরেজি