খাবো আমরা সবাই মিলে হবে অনেক মজা
থাকবে মামা সাথে মোদের কথা কিন্তু সোজা
মামার সাথে বন্দুক নিয়ে মারতে যাবো পাখি
আনবো মেরে কিছু তারই রাখবো অনেক বাকি।


বলবো মামা পাখি মোদের প্রকৃতির দান
পরিযায়ী এসব পাখি মোদের মেহমান
পাখি মারা আইনের চোখে বড়ো অপরাধ
মারলে পাখি পড়লে ধরা শাস্তি নাহি মাফ।


বিলের বুকে জলের ধারায় ঢেউয়ের সুরে সুরে
উড্ডীয়মান পাখিরা গান করতো মধুর সুরে
এগিয়ে যেতো নৌকা মামার গল্প গানের মাঝে
মুয়াজ্জিনের আজান আবার মধুর সুরে বাজে।


শুনতে শুনতে মাঝির গানে পৌঁছে যেতাম বাড়ি
দৌড়ে আসতো দেখতো সবাই আমরা মামাবাড়ি
পিঠা পুলি হাঁড়ি পাতিল মাল জিনিস সব ধরে
করতো টানাটানি সবাই আনন্দে যায় মরে ।


...................................চলবে


বাংলো
জেলা ও দায়রা জজ  
সুনামগঞ্জ
প্রকাশকালঃ
সময়ঃ১০-১৪ মিঃ
তারিখঃ২৬-০৭-২০২০ ইংরেজি