মান অভিমান রেখে তারা করতো গলাগলি
কে কি নেবে ধরবে কারে করতো বলাবলি
কেউ বা খেতো আছাড় আবার কেউ বা যেতো পড়ি
কেউ বা বলতো ধুত্তুরি ছাই অকারণে যাই পড়ি।


মালপত্র নিয়ে আমরা উঠতাম মামাবাড়ি
আসতো মামী সাথে নানী আনন্দে যায় মরি
পৌছানোর পর মামাবাড়ি কিযে মিলনমেলা
না দেখলে চোখ্খে কভু বুঝবে না এ খেলা।


চিৎকার করে গলা ফাটিয়ে মামা বলেন ডেকে
পৌঁছে গেছি আমরা সবাই যা না সবাই দেখে
কৈ রে তোরা কোথায় আছিস জলদি ছুটে আয়
দেখনা তোরা কে এসেছে মামাবাড়ির গাঁয়।


আনন্দেতে ভাসছে মামা ধরে না তার মনে
ডাকছে মামা মামীকে সে ডাকছে ক্ষণে ক্ষণে
প্রতিবেশি মামাবাড়ির আসতো ছুটে ত্বরা
কি খেয়েছি কখন এলাম জানতে চাইতো তারা।


......................................চলবে


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ
প্রকাশকালঃঃ
সময়ঃ ০৮-১৮ মিঃ
তারিখঃ ২৭-০৭-২০২০ ইংরেজি