বিশ্ব আজি এক হয়েছে
করোনা গ্যাছে বেকে
করোনায় মরছে মানুষ
মরছে থেকে থেকে।


বাঁচার উপায় নাইরে আজি
করোনা ভয়ংকর
কেমন করে রুখবো তারে
বুক কাপে থথ্থর।


থেকে থেকে আসছে ধেয়ে
নিস্তার বুঝি নাই
দেশ হতে দেশ দেশান্তরে
কোথায় বলো যাই।


পশুপাখি আকাশ বাতাস
বৃক্ষ লতাপাতা
করোনার বাইরে তারা
আছে মেলে ছাতা।


করোনা বুঝে গ্যাছে
মানুষ মারা সোজা
মরছে মানুষ মারছে আর
পাচ্ছে সে খুব মজা।


খাওয়া দাওয়া ঘুম হারাম
চিকিৎসাবিদের আজ
ওষুধ করা নয়রে সোজা
পাচ্ছে তারা লাজ।


বছর খানেক গ্যালো কেটে
কিছুই নাহি হলো
এরই মাঝে হাজার হাজার
মানুষ মারা গ্যালো।


সচেতন হতে হবে
বাঁচার জন্য সবার
করোনা আসছে ধেয়ে
আসছে ধেয়ে আবার।


হাত ধোও সাবান দিয়ে
মাস্ক পরো মুখে
ঢেকে রাখো নাক আর
বেঁচে থাকো সুখে।


অবহেলা করলে পরে
জীবন যাবে চলে
কাঁদবে তখন স্বজন তোমার
একটু খানি ভুলে।


করোনার থাবা এখনো
হয়নি কিন্তু শেষ
সুযোগ পেলে হানবে আঘাত
বুঝবে তখন বেশ।


একটুখানি সাবধান হলে
মানুষ নিজের জন্য
পালিয়ে যাবে করোনা আর
জীবন হবে ধন্য।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকালঃ
সময়ঃ২২-৫৮ মিনিট
তারিখঃ
বাংলা#
ইংরেজি#০৩-০১-২০২১