‌‌‌দেশের এ ক্রান্তিকাল রবে নাকো চিরকাল
তবে ক্যানো ভয়ে ভয়ে মরি।
শুধু তো আমরা নই বিশ্বে কেউ ভালো কই?
তাহলে একটু সাহস করি।


ছিলাম তো ভালো সবে হঠাৎ ক্যানো যে তবে?
করোনায় ধরা পড়ি সবে।
এখন ক্ষণিকের তরে না হয় রইবো ঘরে
ধরবো না হাত কারো আপন আর পরে।


ধোবো হাত বার বার ছেলেমেয়ে যে যার তার
করবো না ভুল কভু আর।
প্রিয়তমার হাত এখন না দূরেই থাক
ক্ষতি নেই কারো তাতে আর ।


সময় আসলে ফিরে দিও ফুল পাপড়ি তারে
কেউ কিছু কইবে না আর।
আসুন সমাগম হতে দূরে রই আপনা থেকে
শুধু ঐ বাঁচার তাগিদে।


এখন ধৈর্য ধরো সাহস সঞ্চয় করো
মহৎ উদ্দেশ্যের তরে।
একটু সজাগ হলে সুস্থতা ফিরবে ঘরে
ধরোনা ধৈর্য তারি তরে।