ক্ষুদ্রতম করোনা আজ মহাশক্তি ধর
নিচ্ছে কেড়ে মানবজীবন ইচ্ছেমতো তার।
আজকে সবাই পরাজিত এই করোনার কাছে
সাজন ছাড়া নববর্ষ এলো সবার মাঝে।


নববর্ষ উদযাপনে হরেক রকম বাঁধা
কেমনে তরী পার হবো আজ কোথায় পাবো রাধা।
সাদা আর লাল শাড়ীতে সাজবে নাযে কেউ
থাকবে নাযে শোভাযাত্রার বর্নাঢ্যের সে ঢেউ।


বসবে নাযে পসরা কোনো কারুপণ্যের মেলার
হবে না যে শোভিত আজ বাঙালিয়ানা খাবার।
বর্ষবরণ আহ্বানে ছায়ানটের গান
শুনবে না যে কেউ আজকে কাঁদবে সবার প্রাণ।


পয়লা বৈশাখ প্রাণের উৎসব এবার গেলো থেমে
আসবে না কেউ গাইতে গাইতে রাজপথে সব নেমে।
ঢাকা রমনার বটমূলে নববর্ষের গান
শুনবো না আজ গাইবে কেহ ভরিয়ে সবার প্রাণ।


রঙিন সাজে সাজবে না দেশ বৈশাখের এই দিনে
বাজবে না যে ঢোল তবলা বাজবে হৃদয় বীণে।
ঘর হতে কেউ বের হবে না মিলবে না যে মেলা
তবু্ও আজ দিনটিতে নেই বাঙালীদের হেলা।


বিষাদে আজ মন ছেয়েছে বর্ষবরণ দিন
দিচ্ছে বলে বাঁচতে হবে বাজবে হৃদয় বীণ।
করোনা আজ নিলো কেড়ে আনন্দের এই দিন
আগামীতে করবো পালন উৎসব সারাদিন ।


খাবে না কেউ পান্তা ইলিশ বন্ধ ঘোরাঘুরি
নতুন পোশাক পরবে না কেউ দুঃখ মনে ভারী।
তাই তো বলি নববর্ষ হয়তো আজি নয়
এমন একদিন আসবে সামনে করবো সেদিন জয়।