টাকা দিয়ে কি হবে তোর দাম যদি না থাকে
আটকে যাবি জীবন নদীর প্রতি বাঁকে বাঁকে।
বাঁচতে হলে টাকা লাগে খেতে হলে ও টাকা
চলতে গেলেও টাকা লাগে ঢাকা গেলেও টাকা।


কতো টাকা লাগে বলুন? জীবন তরী বাইতে
যেটুক লাগে সেটুক আসে কিচ্ছু নাহি চাইতে।
লোভ লালসা চিত্তের নেশায় খেলে তুমি ঘুষ
দিনের শেষে রাত্রি বেলায় চোক্ষে নাহি ঘুম।


বস্তা বস্তা কোটি কোটি করলে টাকা আয়
আলু ভাজি দুটো রুটি এর বেশী তো নয়।
রোগে চোরা জর্জরিত খাবে কেমন করে?
হার্ট ডিজিজ ডায়াবেটিস কিডনি রোগে মরে।

মান যাবে সম্মান যাবে তবুও টাকা খাবে
টাকাই বড়ো তার কাছে ফিরে নাহি চাবে।
ভাবে না সে কোনোদিন পড়বে ধরা শেষে
কাঁদতে কাঁদতে শোক সাগরে ভাসবে অবশেষে।


হাত কড়াতে বন্দী দু'হাত সবাই তোলে ছবি
টিভি ক্যামেরা ক্লিক করে দেখায় তোমার সবি।
ডানে বামে পুলিশ তোমার মাঝে নায়ক তুমি
সিপাহী তোমার ধরেছে হাত কোর্টে যাচ্ছো তুমি।


ঘুষের দায়ে তোমার নামে মামলা হবে কতো
জানবে তোমার আপনজনে জানবে শতো শতো।
জেলে যাবে কোর্টে যাবে দেখবে সকল লোক
কাঁদবে বসে জেলে একা নিয়ে তোমার শোক।


ছেলে দেখে মেয়ে দেখে দেখে আপনজন
ঘুষের দায়ে তুমি জেলে কোথায় প্রিয় জন?
মান যদি না থাকে তোমার টাকায় হবে কি
ভাবছিলে হায় খাবে বসে পান্তা ভাতে ঘি।


ডেইলি তুমি যাচ্ছো কোর্টে থাকছো তুমি জেলে
ঘরে তোমার স্ত্রী মেয়ে কাঁদছে তোমার ছেলে।
টাকার জন্য আজকে তুমি কাঁদছো বসে জেলে
এখন তোমার কেমন লাগে? কেমন সাজা পেলে?


চুরি করা টাকায় কেনা গাড়ী বাড়ি ফেলে
সুখ শান্তি সবি রেখে এখন কোথায় গেলে?
তোমায় দেখে হাসে সবাই বলে তোমায় চোর
ছেলেমেয়ে এ খবরে কাঁদে নিশি ভোর।


সময় থাকতে বুঝলে না চোর পড়বে একদিন ধরা
মামলা হবে কোর্টে যাবে হবে দফা সারা।
লজ্জা শরম নাইযে তোমার হবে আবার কি
তোমার মতো চোর চোট্টা জেলেও খাবে ঘি।