অবাক হয়ে গেলাম আর বিস্ময়ে তাকিয়ে রইলাম এ
পৃথিবীর বুকে ঝরাপাতার হারিয়ে যাবার কানাগলিতে
সেই কবে থেকে সেই কবে থেকে আমি আছি আমি আছি
বাংলা. কমের প্রিয় সকল কবি বন্ধুর সাথে
দেখতে দেখতে কেটে গেলো কেটে গেলো হৃদয়ের হাজার
বছর অথচ আমার ব্যাটে এতো খরা কেনো?
কেনো খেলা হলো না হলো না উল্লেখযোগ্য কোনো
ইনিংস? কেনো গাইলো না মন মাতনো সুরে পাখি কোনো
গান শুনলাম না সমুদ্রের পালতোলা জাহাজের নাবিকের
তর্জন গর্জন শুনলো না কেউ নদীর কুলকুল ধ্বনি
ফুটলো না বাগানে কোনো ফুল নীরব নিস্তব্ধ ও বাকরুদ্ধ
হয়ে রইলো শতাব্দীর যৌবনের শ্রেষ্ঠতর অংশ


দীর্ঘ সময় চলে গেলো চলে গেলো একেবারে নির্বিকার
লেখা হলো না হলো না কোনো কবিতা রচিত হলো না
মাছরাঙার দৃষ্টিতে সুনিপুণ কোনো পঙক্তি কাটিয়ে দিলাম
কাটিয়ে দিলাম এক সমুদ্র বছর কিন্তু এক গ্লাস কাচা
অন্ধকারে ঢাকা পড়ে রইলাম মিললো না মিললো না
শুকতারার কোনো দেখা লেখা হলো না লেখা হলো না
আনুপাতিক কবিতার সংখ্যা হারিয়ে গেলাম কাব্য থেকে
হারিয়ে গেলাম শুধু
শেষ পর্যন্ত নেমে এলো নেমে এলো অন্ধকার বিভীষিকা আর
ভয়াল জীবাণু করোনার থাবা মানবের মাঝে ধরা কাঁপিয়ে
কাঁপিয়ে পৃথিবীর সব ক্ষমতাধর ও তাদের মানব বিধ্বংসী
পারমাণবিক বোমা ও অস্ত্রের মহড়াকে নির্মুল করে দিয়ে
এলো করোনা


এলো বিশ্বের সবচে বড়ো মানুষ হত্যাকারী জীবাণু মানুষের
জীবন কেড়ে নেয়া বড়ো ই নির্মম নিষ্ঠুর গনহত্যাকারী জীবাণু
করোনা যার ভয়ে মানুষের আজ নেই কোনো পথ পালাবার
নেমে এলো নেমে এলো অবসর বিস্তর অবসর আর তার
শব্দের ভীষণ ভীড় রাত আর দিন
আর আমি ও এ অবসরের সুপ্রভাতের রাঙা আলোয়
রাঙিয়ে নিয়ে নিজেকে নেমে পড়লাম কবিতা তো নয়,
দু চার লাইন পঙক্তির মুন্ডুপাত করতে আর তাতেই ভেসে
এলো বিশ্বের সব দামী দামী পুতুলের আওয়াজ
প্রশংসার ফুল আর শাপলা ফুলের মতো সুমধুর সব বাণী
অফুরন্ত সময়ের রূপ-যৌবনের এ মেলায় আমিও মেতে
উঠলাম কবিতা লেখার এ নির্জন খেলায়


দীর্ঘকাল দীর্ঘকাল  বাংলা. কমের সাথে থাকলেও লিখতে
পারিনি সময়াভাবে লিখতে পারিনি হৃদয়ে ক্রন্দনরত সব
শব্দ ভাষা সঙ্গীত আর কবিতা জমে থাকা কবিতার সব পঙক্তি  
হয়তো খেলতে পারিনি দ্রুত গতির কোনো সেঞ্চুরি আর
কোহলি, স্মিথ, ডেভিড ওয়ারনার, উইলিয়ামসন,সাকিব
এর মতো ঝলমলে দুর্দান্ত কোনো ইনিংস, তবুও তো থেমে
যাইনি আমি থেমে যাইনি একেবারে কবিতার মেলা থেকে
অষ্ট্রেলিয়া, ভারত আর ইংল্যান্ডের মতো হয়তো না তবুও
অন্তত জিম্বাবুয়ের মতো খুড়িয়ে খুড়িয়ে ধীরগতির
ধীরলয়ের যে সেঞ্চুরি করলাম সে টাই বা কম কি!


প্রিয় কবি বন্ধুরা এইমাত্র আমি আপনাদের সাথী হয়ে
অতি ধীর লয়ে ধীরগতির এক পুওর সেঞ্চুরি করলাম প্রিয়
কবিদের এ কাব্য মেলায় লিখলাম মম শততম কবিতা
মাত্র একশো কবিতা
হয়তো আবারও হারিয়ে যাবো হারিয়ে যাবো কবিতার
খিলখিল হাসির মেলা থেকে শুধু সময়ের চরম বিষাদ
আর বিষন্নতায় থাকবো তখন থাকবো নিয়ে বুকভাঙা
এক দীর্ঘশ্বাস


প্রিয় সকল কবি বন্ধুকে এক সাগর ভালোবাসা,কৃতজ্ঞতা
ধন্যবাদ ও ধীরগতির সেঞ্চুরির শুভেচ্ছা