কেমনে চেপে রাখবো বলো
আমার চোখের জল
সকাল বেলা ডাকে কোকিল
বুক কাঁপে থথ্থর।


আজকে আমার তুমুল আষাঢ়
ডুবছে নদী খাল
তবুও নদীর কোথাও আমি
পাইনা খুঁজে জল।


আমার চোখের পাপড়ি ভরা
চোখের জলরাশী
ছলনা করে হাসতে গিয়ে
শুধু ই জলে ভাসি।


কেমনে ধরে রাখবো বলো
আমার চোখের জল
ছলনাতে আর পারি না
চোখ করে ছলছল্।


ভর আষাঢ়ে আমার নদী
কেনো মরুভূমি?
দাওনা জবাব নৌকার মাঝি
দাওনা জবাব তুমি।


আমি তো চাই না শুকানো
জলের একখান নদী
যেথায় আমি ঢেউয়ের সাথে
ভাসবো নিরবধি।


যে নদীতে বৈঠা হাতে
যাবে তরী বেয়ে
ছলাৎ ছলাৎ শব্দে তখন
যাবো আমি নেয়ে।


এমন মাঝি চাইগো আমি
আনবে নদীর ঢেউ
ঢেউয়ের মাঝে হারিয়ে যাবো
পাবে না আর কেউ।