ধীরগতিতে চলছে আমার নৌকা খানি বাওয়া
বিলের পানি কমে গেছে খালেতে নাই হাওয়া
জজিয়তি করি আহা সময় আমার কম
এরই মাঝে সময় পেলে একটু ফেলি দম।


কাব্যাকাশে আছি আমি যদিও বড়ো কবি
নইতো আমি সবার মতো আকঁছে যারা ছবি
কবিতাতে থাকতে পেরে আমি যে আজ ধন্য
যাদের সাথে আছি আমি কবির মতো গন্য।


আমার কলম ধীরে চলে সময় নাহি ভাই
কেমন করে লিখবো বলো দ্রুত কবিতা ই
অনেক কবি পরে এসে লিখে অনেক কাব্য
ভরেছে আজ আসর আহা করেছে যে নাব্য।


তাদের জানাই ধন্যবাদ আর হৃদয়ের ভালোবাসা
আকঁড়ে থেকো আসরে আর মনে রেখো আশা
হয়তো আমি তোমাদের মতো লিখতে পারি নাই
তবুও আমি আসর থেকে হারিয়ে যাই নাই।


কেউ লিখেছে সহস্রাধিক কেউ বা আরও বেশী
তাদের আরও হোক না বেশী তাতেই আমি খুশী
আসর যারা রেখেছো মাতিয়ে কাব্য করে তোমরা
কৃতজ্ঞ আর ঋণী হয়ে থাকবো সদাই আমরা।


কাব্যাসরে আজ কবি যারা তারাই কাব্য প্রাণ
তাদের নিয়েই বাঁচবো মোরা তারাই গোলাপ ঘ্রাণ
তোমরা সবাই লিখতে থাকো আসর উঠুক জমে
আমি না হয় তোমাদের সাথে থাকবো দমে দমে।


আট বছরে আমার কলম চললো এতো ধীরে
বললো সবাই বললাম আমি আমার হলো কিরে
দুশো হলো আট বছরে কাব্য খুবই অল্প
কেমন করে করবো বলো আমার কবির গল্প।


ডাবল সেঞ্চুরি করতে আমার আটটি বছর গেলো
এরই মাঝে দুঃখ কষ্ট অনেক যে মোর ছিলো
ধীরগতির এ সেঞ্চুরি তে নাই মনে মোর কষ্ট
আসরের সব কবিদেরকে জানিয়ে দিলাম পষ্ট।


ধীরে হোক দ্রুত হোক আছি তো সবার সাথে
এতেই আমি খুশী ভারি আনন্দ মোর তাতে
কাব্যাসরের ভাই-বোন দের দুশো কবিতা
উৎসর্গ আজ করলাম আমি করলাম সবিতা।


প্রকাশস্থানঃ
বাংলো
সিনিয়র জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকারঃ
সময়-১৫-৪২
বাংলা-৪ফাল্গুন ১৪২৭
ইংরেজী-১৭-০২-২০২১