মূলত: আমরা একটি দৌড়ের ওপর আছি
সুদূর স্পেন থেকে সাইবেরিয়া পর্যন্ত একটানা দৌড়াচ্ছি
বিশ্বের এ প্রান্ত হতে ও প্রান্তে ছুটে যাচ্ছি
কিন্তু দৌড়ের কোনো কুল কিনারা কি পেয়েছি এখনো?

দৌড়াচ্ছি তো দৌড়াছ্ছি, ভিম দৌড়াচ্ছি বিরামহীন গতিতে
ভোঁদৌড় দিচ্ছি কখনো, অপলক দৌড়াচ্ছি কোনো গম্তব্য ছাড়াই
কি চাই? কেনো চাই? মেলেনি উত্তর!তবুও চাই দৌড়াতে
লেখাপড়া, চাকরী-বাকরী, সন্তান-সংসার,তাদের লেখাপড়া, ঘরবাড়ী
সবই তো হলো


তবে এখনো কেনো দৌড়াচ্ছি? সেই পৃথিবী সৃষ্টির পর থেকেইতো
দৌড় শুরু করেছি, হাজার বছর ধরে দৌড়াচ্ছি,লক্ষ কোটি বছর দৌঁড়াচ্ছি
দৌড়াতে দৌড়াতে আজ আমরা ক্লান্ত  
তারপরও দৌড়াবো যতোদিন বাঁচবো এ প্রথিবীতে
তবু ও এ দৌড়ের শেষ হবেনা কোনোদিন!


রাত-১০.০৪
১৬-০৩-১৮
টাঙ্গাইল