ইচ্ছে ছিলো নববর্ষের লিখবো কবিতা
হঠাৎ করে হারিয়ে গেলো আমার সবিতা
কেমন করে লিখবো বলো মনের কথা খুলে
মনযে আমার হারিয়ে গেছে সবিতারই ভুলে।


নববর্ষের কথা আমার মনে কিছু ই নাই
বারেবারে যাচ্ছি আমি খেই হারিয়ে তাই
বলবো কি আর কষ্টের কথা কষ্ট বহু ভাই
একমাত্র নীলা ছাড়া বুঝার কেহ নাই।


সে-ই আমার আপনজন এ পৃথিবীর পরে
সব সময়ই খোঁজটা আমার সে-ই শুধু করে
ছিলাম আমি সুনামগঞ্জ এ সিনিয়র জেলা জজ
মেঘালয়ের মেঘের নীচে ছিলো আমার লজ।


আজকে আমার বদলী হলো হঠাৎ করে ভাই
খুলনা জেলায় যাবো আমি ব্যাগ গোছাবো তাই
কেমন করে এমন সময় যাবো ছেড়ে সব
আমার জন্য পাখিরা যে করবে কলরব।


বদলীর চাকরি যেতে হবে উপায় কিছু নাই
পছন্দ না হলে পোস্টিং কেমনে যাবো ভাই?
চাকুরী জীবন শেষে এসে এমন পোস্টিং হলে
সারাজীবন জলবো আমি যাবে হৃদয় জ্বলে।


ভালো একটা পোস্টিং আমার ছিলো শুধু কাম্য
এসব দেখি বইয়ের পাতায় নাই যে কোনো সাম্য
বড়ো বড়ো বুলি শুনি শুধু ই মুখে মুখে
দুখের মাঝি যায় বেয়ে তার তরী শুধুই দুখে।


নববর্ষে কি লিখবো আজ পাইনা খুঁজে কিছু
অতীত ভুলে থাকুক সবাই আনন্দেরই পিছু
দুঃখ সুখের এ জীবনে খেলাই আসল কথা
চলতে হবে মেনে নিয়ে হৃদয়ের সকল ব্যথা।


এরপরে আর বলার মতো আমার কিছুই নাই
দৈন্যদশা ভুলে এবার খুলনা যাবো তাই
সারাজীবন করলাম কষ্ট ভালো কিছুর জন্য
পুরস্কারের পোস্টিং পেয়ে আজযে আমি ধন্য।


তারিখ-
বাংলা=১ বৈশাখ ১৪২৯
বার=বৃহস্পতিবার
ইংরেজী=১৪-০৪-২০২২
সময়ঃ=০১-২১ মিঃ
স্থানঃ=
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ