দুঃখ যদি না থাকতো কেউ
ছুটতো না কেউ সুখের তরে
দুঃখে মানুষ জয়ী হয়ে
ছুটছে সবাই সুখের দ্বারে।


দুঃখ ছাড়া সুখ আসে না
দুঃখ সুখের মিলন খুব
দুঃখের পরে সুখ আসে
তাই সুখের তরী দিচ্ছে ডুব।


সূর্য হাসে দিনের বেলা
দিনের শেষে রাত
চাঁদ হাসে রাতের বেলা
তাতেই বিশ্ব মাত।


হাসে বলেই দিনের পরে
রাতে হাসে চাঁদ
সূর্য শুধু একা হলে
পৃথিবী বরবাদ।


দুঃখ দেখে করিস নে ভয়
দুঃখের পরেই সুখ আসে
দুঃখ ছাড়া আনন্দে কার
তৃপ্তি ভরা হৃদ হাসে।


জীবনে সুখ পেতে হলে
দুঃখকে নাও বরণ করে
সুখ দুঃখ দু'জন মিলে
দেবে সুখের ডালা ভরে।


নদীর যেমন জোয়ার আসে
ভাটা ও তেমনি দূরে হাসে
জোয়ার ভাটা এদের ছাড়া
কেমনে নদীর দু'কূল ভাসে।


আলো যেমন অন্ধকারে
পথ দেখায় সে সকাতরে
অন্ধকার ও আলোর সাথে
থাকে সদা এক কাতারে।


দুঃখ তো নয় কষ্ট কোনো
দুঃখ আলোর পথ
দুঃখ হলো সন্ধানী চোখ
দুঃখ সুখের রথ।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ কাল
সময়ঃ০০-৩৬মিঃ
তারিখঃ ০৪-০৭-২০২০ ইং