বনের দিকে চেয়ে দ্যাখো
কেমন করে বাঘে
খাচ্ছে ধরে ছোট্ট জীবে
খাচ্ছে আগে ভাগে।


নেই কোনো মায়া দয়া
দূর্বলেরে খায়
খেয়েদেয়ে আয়েশ করে
শান্তিতে ঘুমায়।


বাঁচার জন্য করুণ আর্তি
দুর্বলের ই কান্না
কেউ দ্যাখে না কেউ শোনে না
কেউ বলে না ছাড় না।


এক কামড়ে শ্বাসরোধ করে
নিস্তেজ দেহ পেয়ে
চেটে পুটে খায় যে ধরে
ভাগ না কারো দিয়ে।


বিধু তোমার একি নিয়ম
অসহায় কে মারো
সবলের এ অত্যাচারকে
ক্যানো সহ্য করো?


এমনি করে বড়ো রাষ্ট্র
ছোটো রাষ্ট্র পেয়ে
হামলা করে বোমা মারে
ক্যানো দ্যাখো চেয়ে?


দূ্র্বলেরে বাঁচাও প্রভু
একটু করো দয়া
দূ্র্বলেরই কান্না শুনে
হয় না ক্যানো মায়া?


প্রভু তোমার কঠিন বিধি
বোঝা বড়ো দায়
এদিকে যে দূর্বলেরই
প্রাণটা বেরোয় যায়।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ ও রচনা কালঃ
সময়ঃ০৩-৪৮ মিঃ
তারিখঃ১০-১২-২০ ইংরেজি