চলো চ'লে যাই আর অপেক্ষা নয়
মানবের আস্তানা থেকে অনেক দূরে
এখানে মানুষগুলো শকুনের চেয়ে ও ভয়ংকর
খুবলে খুবলে খেতে চায় তারা সর্বাঙ্গ
প্রেম-ভালোবাসার মর্ম তারা বোঝে না


আমরা এ জনপদ থেকে দূরে সরে যাবো
দুরে অনেক দূরে আরো দূরে যেখানে থাকবে না কেউ
শুধু তুমি আর আমি ছাড়া
তোমাকে নিয়ে ঔ দূর পাহাড়ের চূড়ায় ছােট্ট একটি ছনের কুড়ে ঘর
বাঁধবো
যেখানে আমাদের সম্ভাষন জানাবে পাহাড়ের একদল কবুতর
পাহাড় থেকে নীচে নামার জন্যে পাহাড় কেটে সিড়ি বানাবো
শুধু তোমার জন্যে
আর তোমার হাত ধরে সিড়ি বেয়ে সমতলে নেমে যাবো নিশ্চিন্তে


মাটির কলসীতে রাখবো ঝরনার পানি
স্ফটিকের মতো স্বচ্ছ ঝর্নার পানিতে তোমাকে স্নিগ্ধ হ'তে দেখে
কবুতরগুলি ইর্ষান্বিত হয়ে বলবে ওঠো আমরাও নামবো
জলদি করো
তারা আনন্দে নেচে উঠবে
ঔ দূর পাহাড়ে তুমি হবে সম্রাজ্ঞী আর আমি সম্রাট
আর বাড়াবো সাম্রাজ্য শুধু তোমাকে নিয়ে
শুধু তোমাকে নিয়ে আর কাউকে না