গাছ আমাদের পরম বন্ধু কৃত্রিমতা নাই
এমন বন্ধুর সাহায্য নিয়ে আমরা চলি তাই।
গাছ ছাড়া জীবন অচল গাছ বাঁচায় প্রাণ
গাছের বায়ু জীবন মোদের জীবন যে তার নাম।


বাসা বাড়ির ফার্নিচার আর আসবাব পত্র সব
তৈরী করি গাছ দিয়ে আর কাঠ দিয়ে তার সব।
গাছের থেকে পাই অক্সিজেন পাই বাঁচার জন্য
গাছই মোদের পরম বন্ধু সবাই সেটা জেনো।


গাছ নাহি থাকলে পরে বায়ু হতো শেষ
ঢোলে পড়তাম মৃত্যুর কোলে জীবন হতো শেষ।
গাছ পালা আছে বলে অক্সিজেন ও আছে
না থাকলে অক্সিজেন মরতাম সবাই পাছে।


খাদ্য যোগায় চাহিদা মেটায় গাছ প্রতিদিন
তাই তো মোরা গাছের কাছে ঋণী চিরদিন।
নানা রকম ফলমূল গাছের থেকে পাই
আম জাম আপেল কলা লেবু পেয়ারা তাই।


রান্না বান্নার মসলা আর শাক সবজি যতো
আসে সবই গাছের থেকে আসে অবিরত।
চা কফি খেজুর রস ডাবের জল ও ভাই
গাছের থেকে এসব কিছু আমরা সবাই পাই।


গাছের থেকে পাই কাঠ গাছই ধনের মূল
উৎসবে যে পরি মালা সেতো গাছের ফুল।
একটি গাছ একটি প্রাণ হয়তো তারও বেশি
বন্ধু হয়ে বারেবারে তাই তো ফিরে আসি।


এতো কিছুর পরও ক্যানো গাছকে করি নষ্ট
গাছ কেটে নিধন করে পকেট ভরি পষ্ট।
বন খেকো গাছ খেকো দানবের অভাব নাই
গাছ কেটে উজাড় করে আখের গড়ে তাই।


আগে ছিলো পঞ্চাশ ভাগ বৃক্ষে জগৎ ভরা
বন খেকোর পন আজ বৃক্ষ শূন্য করা।
আসুন সবাই রুখে দাঁড়াই বন খেকো আর নয়
বনজ সম্পদ বাঁচাতে আজ সবাই ছুটে আয়।


মানুষ তো নয় বন খেকো আসলে সে চোর
বৃক্ষরাজি উজাড় করে সাধু সাজে রোজ।
আসুন সবাই গাছ লাগাই যত্ন করি আর
গাছ লাগাই বৃক্ষ লাগাই অরণ্য করি তার।


সুস্থভাবে বাঁচতে হলে এক তৃতীয়াংশ বন
থাকতে হবে স্থলভাগের বনভূমির শোন।
পূণ্যচ্ছায়া অরণ্যের আবার ফিরে চাই
চেষ্টা করলে পারবো সবাই আসুন ফিরে তাই।


আঙিনাতে বাড়ির পাশে রাস্তার আশেপাশে
গাছ লাগাও বৃক্ষ লাগাও যত্ন করো শেষে।
পরম বন্ধু গাছ আমাদের দেবে সতেজ বায়ু
নিতে পারলে হৃদয় ভরে বাড়বে সবার আয়ু।


শান্তি দেবে অর্থ দেবে গাছ ই দেবে সব
গাছের ডালে বসে পাখি করবে কলরব।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ কাল
সময়ঃ০০-৪১মিঃ
তারিখঃ১৮-০৭-২০২০ইংরেজী