কোথায় গ্যালো গরুর গাড়ি
কোথায় গাড়োয়ান
আজকে শুধু রূপকথা আর
গল্প শোনা গান।


কৃষি ফসল মানুষ বহন
দু চাকার এ গাড়ি
হারিয়ে গ্যালো যান্ত্রিক ছোঁয়ায়
ডিজিটালে ছাড়ি।


আঁকাবাঁকা মেঠোপথে
এখন গরুর গাড়ি
চোখে এখন যায় না দেখা
ঢুকছে কারো বাড়ি।


কদর ছিলো গরুর গাড়ির
গ্রামীণ জনপদে
সরগরম থাকতো যা আজ
শূন্য পড়ে কাঁদে।


কবি লেখক লিখতো কতো
কাব্য কথা গান
শিল্পীরা সব ধরতো সুরে
ভাওয়াইয়া সব গান।


" ওকি গাড়িয়াল ভাই কত রবো
পন্থের দিকে চাইয়া"
গ্রাম বালিকা ভাসাতো বুক
কেঁদে কেঁদে গাইয়া।


একটা দুটো যদিও চোখে
গ্রামে গঞ্জে পড়ে
শহরেতে  যায় না দ্যাখা
গরুর গাড়ি ওরে।


গরুর গাড়ির ভারী আকাল
যায় না সদা দ্যাখা  
ঐতিহ্যের এ বাহন আজি
কাগজে ই ল্যাখা।  
……......….......... চলবে


বাংলো
জেলাও দায়রা জজ
সুনামগঞ্জ
প্রকাশকালঃ
সময়ঃ১৮-২২ মিনিট
তারিখঃ ১৫-১২-২০২০ ইংরেজি