বাঁশ কাঠের উপকরণে
কাঠমিস্ত্রী কামার
তৈরী করতো গাড়ির চাকা
গাড়ির সমাহার। 


ক্যাঁচর ক্যাঁচর শব্দ চাকার
গাড়িয়ালের গান
যায় না এখন শোনা গাড়ির
কাঁদে বঁধুর প্রাণ।


অটোভ্যান আর ইজিবাইক
গরুর গাড়ির প্রাণ
নিলো কেড়ে সমস্বরে
করলো রে সংহার।


বিলিন আজি গরুর গাড়ি
সভ্যতার এ যুগে
ভুগছে আজি গাড়িয়ালরা
মরছে ধুঁকে ধুঁকে।


যান্ত্রিকতার ছাপ আর
প্রযুক্তির ছোঁয়া
হচ্ছে কানা দিনে রাতে
খাচ্ছে গাড়িয়াল ধোঁয়া।


লোকশিল্প কুটিরশিল্প
গরুর গাড়ি ও বটে
এ শিল্প আজ যায় না দ্যাখা
পল্লীবাংলার তটে।


ইঞ্জিনচালিত গাড়ির পাশে
গরুর গাড়ির প্রাণ
টিকে থাকা দায় যে ভারী
দেখায় যে ম্লান।


ঐতিহ্য বাহী গরুর গাড়ি
থাকবে না আর দেশে
দেখবে না আর প্রজন্ম
আগামী অবশেষে।
..............................চলবে


বাংলো
জেলা ও দায়রা জজ    
সুনামগঞ্জ


প্রকাশকালঃ
সময়ঃ সকাল ১০-৪৯ মিনিট
তারিখঃ ১৮-১২-২০২০ ইংরেজি
          ০৩ পৌষ ১৪২৭ বাংলা