দূূই যুগ আগের কথা
গরুর গাড়ি চড়ে
বঁধু কে বর আনতে যেতো
গানের সুরে সুরে।


ছাউনি দেয়া গোরুর গাড়ী
দশ বারোটা মিলে
বরযাত্রা ডুলি বিবি
ছুটতো দুলে দুলে।


শ্বশুর বাড়ি বাবার বাড়ি
বর কনের যাওয়া
থাকতো সাথে মুড়ি মুড়কি
পিঠা পুলি পাওয়া।


মাল বহনে চলে আজি
পাওয়ার টিলার লরি
নসিমন করিমনের
নেই যে কোনো জুড়ি।


মোটরগাড়ী বেবি ট্যাক্সি
অটোরিকশার ফলে
চড়ছে সবাই মহানন্দে
চড়ছে যান্ত্রিক কলে।


জ্বালানি ছাড়া গরুর গাড়ি
নেই যে ধোঁয়া তার
পরিবেশ বান্ধব বাহন আহা
যায় না দেখা আর।


তেল গ্যাস বিদ্যুৎ ছাড়া
চলতো ধীরে ধীরে
শব্দ দূষণ ছিলো না তার
শান্তি ছিলো নীড়ে।


ধীরে চলে গরুর গাড়ি
দূর্ঘটনা নেই
ওষুধ করতে ও পাই না খুঁজে
গরুর গাড়ির লেই।
............................ চলবে
বাংলো
জেলাও দায়রাজজ
সুনামগঞ্জ


প্রকাশকালঃ
সময়ঃ০৬-০৭ মিনিট
তারিখঃ১৭-১২-২০২০ ইংরেজি