হাবুর মা বললো ডেকে তোর না সামনে বিয়ে
যা না মামা খালা বাড়ি বিয়ের দাওয়াত নিয়ে
খালাবাড়ী ফুফুবাড়ী মামা বাড়ি যাবি
মিষ্টি নিয়ে বিয়ের দাওয়াত সবার বাড়ী দিবি।


এবার হাবু মিষ্টি নিয়ে চললো তাদের বাড়ি
বললো মামী বললো খালা কখন হাবু এলি?
মামী খালা ফুফু বলে শুনলাম যে তোর বিয়ে
হাবু বলে খালা ফুফু সবাই তো তাই বলে।


খালা ফুফু মামী বলে হাবু কেমন ব্যাটা
বিয়ের দাওয়াত না দিয়াে সে বাঁধালো যে ল্যাঠা
দেয়নি বিয়ের দাওয়াত হাবু কয়নি কোনো কথা
কেমনে তারা যাবে বলো হাবুর বিয়েয় তথা।


খাওয়ার পরে এবার হাবু ফিরলো তাদের বাড়ি
বললো গিয়ে দিছি দাওয়াত দিছি সবার বাড়ি
বিয়ের দিনে সবাই এলো খালা ফুফু নেই
মামী তখন রেগে ফায়ার হাবুর খবর নেই।


বিয়ের দিনে খালা ফুফু মামী যখন নেই
সবাই করে চোখাচোখি উত্তর কিছু নেই
দাওয়াত দেয়ার পরে ও ক্যান খালা ফুফু নাই
হাবু বলে ভারী জালা পালায় কোথা যাই।


দাওয়াত দিলি ওরে হাবু তবে তারা কই
তাদের ছাড়া তোর বিয়েতে কেমনে সবাই রই
বললো হাবু জানতো তারা আমার বিয়ের কথা
জানা কথা বলবো কেনো আবার যথাতথা।


বিয়ের কথা জানার পর ও আসেনি কেনো বলো
খালা ফুফু জানতো কিনা এবার শুনি চলো
বাবা বলে ওরে খবিস এখনো তোর কথা
আন্না লাঠি পিটায়ে ওর ফাটিয়ে দেই মাথা।


অবশেষে বলির পাঠা হলো মোদের হাবু
কাঁদলো সবাই অশ্রুজলে কাঁদলো শেষে হাবু
বললো হাবুর মা বাবা ভুল হয়েছে ভাই
নতুন বৌকে নিয়ে চলো বাড়ী ফিরে যাই।


প্রকাশস্থানঃ
বাংলো
সিনিয়র জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকালঃ
সময়-২০-৩১মিনিট
বাংলা-১১ ফাল্গুণ ১৪২৭
ইংরেজী-০১-০৩-২০২১