হরেক রকম মানুষ আছে
হরেক কথা কয়
কথা ব'লে অন্যকে সে
মনে ব্যাথা দেয়


কখনো সে সহজ সরল
কখনো সে শত্রু
কখনো সে গরল আাবার
কখনো সে মিত্র


কখনো সে মিষ্টি মধুর
কখনো সে তেঁতো
কখনো সে তারই মতো
অঙ্ক করে শতো


কখনো সে সুগন্ধি আর
কখনো সে সৌরভ
কখনো সে দুর্গন্ধ আর
ভাবে সেটা গৌরব


লাগে শুধু লোকের পিছু
এটাই তাহার কাজ
যাচ্ছে করে ক্ষতি কারোর
নাইকো তাহার লাজ


কখনো সে সাজে হনু
তাহার সমান নাই
এ পৃথিবী এ-তো বড়ো
কোথায় বলো যাই


পেছন থেকে মারে চাকু
হা করে দেয় হাসি
হাসির রেখায় লুকিয়ে কারো
আঘাতে হয় খুশী


মুখে মধু অন্তরে বিষ
এইতো পরিচয়
ঘৃণ্য সে যে সবার কাছে
ঘৃণ্য হয়েই রয়


পচা মানুষ এমনতরো
আছে চারিপাশে
অন্যের সুখে কাঁদে তারা
অন্যের দুঃখে হাসে


কারো কাজে খুশী নয় সে
নিজের কাজই ভালো
নিজের কাজের বাইরে দেখে
সব কিছুই কালো  


সব কিছুই ভালো তাহার
খারাপ কিছুই নয়        
আনন্দে আর খুশীতে তাই
আত্মহারা হয়


লেখক হয়ে লেখার পিছু
যাচ্ছে কাঁদা ছুড়ি
কাঁদা ছুড়ে ডুবছে নিজেই
তবু্ও মারছে ছুরি


সৃষ্টির সেরা মানুষ আমরা
প্রেম ভালোবাসা
হোকনা মোদের মূলমন্ত্র
হোকনা কাজের ভাষা


অন্ধকারে জালবো আলো
দূর ক'রে সব কালো
সভ্য সমাজ গড়বো মোরা
জালবো সুখের আলো


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ কাল
সময়ঃ১৩-৩৩ মিঃ
তারিখঃ৩১-০৭-২০২০ ইংরেজি