চোখের কান্না পাহাড়ের ঝর্ণা ধারার
মতো প্রবাহিত হয়
লুকিয়ে থাকে না সে চক্ষু কোটরে


বিড়বিড় করে ঝরতে থাকে
সবাই তা
দেখতে পায় আর শান্তনা দেয়
ঝড়ে পড়া চোখের জল মুছে দেয়
আপনজন
আদরালিঙ্গনে সিক্ত করে তাকে


আবার
চোখ দিয়ে অশ্রু ঝরতে ঝরতে ঝড়ের
মতো এক সময় আপনা থেকে ও তার
প্রচণ্ডতা কমে যেতে থাকে
থেমে যায় প্রমত্ততা


আর
এক সময়ে চোখের মনি চোখের পাতা
মুখ নীরব নিস্তব্ধ হয়ে শীতলতা আহরণ
করে
চোখ খুঁজে পায় তার পূর্বের হারানো ঠিকানা


এ জীবনে হাজারো দুঃখ কষ্ট বেদনা
বিষন্নতা ঝড় তোলে মানব মনে
মানব হৃদয়ে
কাঁদতে থাকে মন অঝোরে পাহাড়ের
কান্নার সুরে


হতে থাকে হৃদয়ে রক্তক্ষরণ
তৈরী করে
ষোড়শীর প্রেমিকের আঘাতে ক্ষতবিক্ষত
হৃদয়ের কান্নার ফোয়ারা
কাঁদতে কাঁদতে নিষ্প্রভ হয়ে যায় সে


হৃদয়ে জমাট বাঁধে কান্নার বরফ
পারে না সে বলতে কাউকে
হৃদয়ে
লুকানো ঝড়তোলা কান্না
কান্নার শব্দ


হাজার বছর বয়সী একটা কবিতা হয়ে
একটা শতবর্ষী বটবৃক্ষকে আঁকড়ে ধরে
নীরবে কাঁদতে থাকে হৃদয়
কে শোনে যুবতীর কান্না


এমনি করে জীবন চলার পথে
মানুষের
আঘাতে ক্ষতবিক্ষত হৃদয়ে দুঃখ কষ্ট
বেদনা আর কান্নার অনুরণন হতে থাকে


যে বেদনায় বিষাদে সিক্ত ও আহত
হয়ে ঝড়ে পড়ে গাছের পাতা


স্তব্ধ হয় নদীর কুলকুল ধ্বনি
বয়ে চলা গতি
থেমে যায় নায়াগ্রা ফলস
জলপ্রপাতের শব্দ
থেমে যায় ঠকঠক করে ছুটে চলা
টগবগে ঘোড়ার গতি
এইতো জীবন


এ জীবনে হৃদয়ের গভীরে জমাকৃত
একখন্ড বরফের কান্না কি কেউ
শুনতে পায়


হৃদয় শুধু অঝোরে কাঁদে
কেঁদেই যায় লক্ষ কোটি বছর ধরে
তার কোনো শরীক নেই
নেই কোনো ঠিকানা শান্তনা খোঁজার


চোখের কান্না পাহাড়ের ঝর্ণা ধারার
মতো
দেখতে পায় সবাই
কিন্তু কোটি বছর ধরে কাঁদলে ও
হৃদয়ের নীরব কান্না
কেউ শুনতে পায় কি
কেউ কি সাঁতরে পার করার জন্য ছুটে
আসে কখনো
আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত একমাত্র
প্রেমিকার হৃদয় ছাড়া


চোখের কান্না সবাই দেখে
হৃদয়ের কান্না কে দেখে?


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ কাল
সময়ঃ০০-০৩মিঃ
তারিখঃ০৪-০৮-২০২০ ইংরেজি