ইচ্ছেরা আজ হামাগুড়ি খাচ্ছে পাহাড়ের চূড়ায় বন্ধুর পথে
ক্রলিং করছে হাড় মাংস ছিলে যাচ্ছে ছিড়ে যাচ্ছে
ক্ষতবিক্ষত ও রক্ষক্ষরণ হচ্ছে
তবুও ঢুকতে পারছে না ব্যারাকে
সেন্ট্রি সশস্ত্র সতর্ক প্রহরায় ঘুম নেই চোখে
চোখের পলক পড়লেই
মাত্র একটা গুলির আওয়াজে প্রকম্পিত হবে পুরো এলাকা
পাখির মতো লুটিয়ে পড়বে মুহূর্তেই
ঠিক কিছু বুঝে ওঠার আগেই
কি হবে জীবন বাজি রেখে কঠোর অনুশীলন আর পরিশ্রম করে
যা হবার তা এমনিতেই হবে হয়ে যাক
ব্যারাকের সামনে গেলে নিমেষেই পৌঁছে যাবে না ফেরার দেশে
হবে স্বমহিমায় নিরুদ্দেশ মুহূর্তেই
কি হবে আর জীবনের অলিগলির চেনা আর আলপথ ধরে হেঁটে?