হে কবি হে বিদ্রোহী কবি হে দারিদ্র্যের কবি
তুমি মহান তুমি শ্রেষ্ঠ
দারিদ্র্যের কষাঘাতে রক্তাক্ত উঠোন তোমার
ক্ষোভ,দুঃখ, অপমান আর অভিমানে সিক্ত হয়েছিলে
তুমি বারবার ছেড়েছিলে তুমি সংসার


যশ,খ্যাতি,প্রতিষ্ঠা আর নেতৃত্ব পারেনি এতোটুকুও
কাবু করতে স্পর্শ করতে তোমায়
চাওনি তুমি এসব করেছিলে তুচ্ছ জ্ঞান সব
তুমি সাম্যের কবি তুমি গেয়েছিলে সাম্যের গান
তুমি বাশীর সুর তুমি সাম্য স্বাধীনতার
না ফুরানো এক অচীন মধুপুর তুমি ঝাঁকড়া চুলের
বাবরী দুলানো ফুল তুমি-ই, তুমি-ই সেই নজরুল


তুমি রাখালের বাঁশী তোমার সুরে হয়েছে কতো
কতো অবোধ বালিকার ফাঁসি গ্যাছে কতো গ্যাছে
গঙ্গার জল রাশি রাশি ভাসি
তুমি রণবীর যুদ্ধ ক্ষেত্রে হার না মানা এক
সজাগ বীর তুমি বিধ্বংসী তুমি অসামান্য এক যোদ্ধা
তুমি ছুড়েছো হাজার তীর ছিন্ন করেছো তুমি হাজার
শকুনের শীর তুমি উন্নত মম শীর


তুমি হওনি মুক, বাকরুদ্ধ তুমি করেছো সদা যুদ্ধ  
তুমি জেগেছো নিশিদিন তুমি নিদ্রাহীন
তুমি ধরেছো ঝান্ডা নিজ হাতে তুমি গেয়েছো জয়গান
তুমি নিঃস্বের তুমি গরীবের তুমি দুঃখী আর
অত্যাচারিতের তুমি নিপীড়িতের তুমি শোসিতের
হেঁটেছো তুমি দূবা'র হেনেছো আঘাত তুমি দূনি'বার
তুমি করেছো করাঘাত তুমি রুধেছো অত্যাচারীর খড়গ
কৃপাণ
তুমি ভেঙেছো জেলের তালা তুমি খুলেছো শিকল    


তুমি শাসিছো শাসকের রক্তচক্ষু তুুমি নির্ভার, তুমি দূর্বার
তুমি ভেঙে করেছো সবকিছু চুরমার,তুমি ঝড়, তুমি ঝন্ছা
তুমি করোনি কোনো শঙ্কা,তুমি আকাশ,তুমি বাতাস
তুমি সাগর, তুমি নদী,তুমি বজ্র কন্ঠ,তুমি বিদ্যুৎ,
তুমি বজ্রপাত, তোমার নেই কোনো ক্ষয়,কোনো সংশয়


তুমি যোদ্ধা, তুমি লড়াই তুমি ব্যঘ্র, তুমি সিংহ শীর উচু
করে তুমি লড়েছো বীরের মতো
অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে তুমি ঢাল,তুমি তলোয়ার
হে কবি হে দারিদ্র্যের মহান কবি তুমি ক্ষুধার্ত
ক্ষুধার তাড়নায় তুমি কখনো রুটির দোকানে
কখনো বা লেটোর দলে করেছো কাজ ফেলে তব লাজ
করেছো ক্ষুধাকে জয় করোনি কো কোনো ভয়


ঘুরে বেড়িয়েছো তুমি গ্রাম থেকে গ্রামে পথে, প্রান্তরে
আকাশের নীচে,দূরে, বহু দূরে,দৃষ্টির সীমানার বাইরে
হে বিদ্রোহী তুমি রণ-ক্লান্ত আমিও আজ ক্লান্ত
আর কতো গাহিব তব জয়গান, ফুরাবে না যে এ বন্দনার
এ বন্দনার,কোনো তান,সব জয়গান

একটু পরে মুয়াজ্জিন, শুধাবে সুমধুর আযান, জুড়াবে আমার
ও প্রাণ
আর বৃক্ষের শাখায় ভোরের হিমেল হাওয়ায়
মাতিবে পাখি, গাহিবে গান আর করিবে সুমিষ্ট কলতান
আর এরি সাথে সাঙ্গ হলো সাঙ্গ হলো কবির কিছু জয়গান
হলো আজ এরি সাথে হলো বুঝি সব কিছুর অবসান।