মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ সন্তান একাত্তরে যারা
করেছিলো মুক্তিযুদ্ধ তারাই দেশের সেরা।
জীবন বাজি ধরেছিলো প্রিয়া রেখে ঘরে
প্রয়োজনে মরবে তারা মারবে শত্রু ধ'রে।


পাক সেনা রাজাকারদের বিনাশ করার জন্য
লড়েছিলো দেশকে তারা স্বাধীন করার জন্য।
একাত্তরে জন্ম নিলো জাতির শ্রেষ্ঠ সন্তান
আর কোনোদিন হবে না কেউ পাবে না এ সম্মান।


মুক্তিযুদ্ধ মহান যুদ্ধ বাংলাদেশের জন্য
এমন যুদ্ধে বিজয়ী বীর মহান জাতির জন্য।
এ দেশের ই অনেক মানুষ হয়তো হবে ঋদ্ধ
হয়তো পাবে অনেক কিছু পাবে না সে যুদ্ধ।


কে্উবা হয়তো মন্ত্রী আবার কেউবা হবে এমপি
কেউবা হবে জজ ব্যারিস্টার কেউবা হবে কতো কি?
কেউবা হবে চাকরিজীবি কেউবা আবার ব্যবসায়ী
কিন্তু কেহ আর কোনোদিন মুক্তিযোদ্ধা হবে কি?


মুক্তিযুদ্ধ করেনি যারা তারাই বড়ো যোদ্ধা
এ প্রশ্নের জবাব দেবে কোথায় আজি বোদ্ধা?
ডাকাতিতে লিপ্ত ছিলো যারাই যুদ্ধকালে
তারাই আজ বড়ো যোদ্ধা দেখোরে ভাই হালে।


ইচ্ছে করলেই মুক্তিযোদ্ধা আজ অনেকে হয়
মুক্তিযোদ্ধার এ অপমান সইবো কেমনে হায়?
ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আনলো যারা দেশ
আজকে তারা হতাশ কেনো বলো বাংলাদেশ?


মুক্তিযুদ্ধ না ক'রেও আজ মুক্তিযোদ্ধা সাজে
দেখলে তাদের চোখের পরে মরিযে ভাই লাজে
লজ্জা শরম নাইরে তাদের সার্টিফিকেট কেনে
একাত্তরের বীর সেনানী তাদেরকে ঠিক চেনে।


লাজ শরম থাকলে পরে ছেলেমেয়ের চাকরী
দিতো নারে জাল সনদে করতো না হয় ফাকরি
সনদ হবে বেচাকেনা কেউ কি তাহা জানতো?
জানলে সকল মুক্তিযোদ্ধা জীবন দিয়ে রুখতো।


মুক্তিযুদ্ধ না করেও আজ ভূয়া মুক্তিযোদ্ধা
পাচ্ছে ক্যানো স্বীকৃতি আজ বলোনা সব বোদ্ধা।
লজ্জা শরম নাইরে কিছু সার্টিফিকেট কেনে
একাত্তরের বীর সেনানী তাদের কে আজ চেনে?


লাল সবুজের পতাকা আর স্বাধীন বাংলাদেশ
এনেছিলো মুক্তিযোদ্ধা নাইরে তাদের শেষ।
যুদ্ধ জয়ে পেয়েছি আজ এমন একটা দেশ
গর্ব করি অহং করি গৌরবের নাই শেষ।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ কালঃ
সময়ঃ১৭-৫৯ মিনিট
তারিখঃ
বাংলা # ২৫ পৌষ ১৪২৭
ইংরেজি # ০৯-০১-২০২১